1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন : সিইসি

৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছে নির্বাচন কমিশন।

https://p.dw.com/p/4Yavk
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ফটো)
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ফটো)ছবি: bdnews24

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান।

নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘সম্ভাব্য সময়সূচি আমরা তাকে জানিয়েছি। নির্বাচন আসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানলেন। যে কোনো মূল্যে আমাদের যে সময়সীমা ২৯ জানুয়ারির আগেই করতে হবে। আমরা জানিয়েছি, আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আজকে তার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম, কথা বলে গেলাম, মত বিনিময় করে গেলাম। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করবো।''

তফসিল ১৫ নভেম্বরের পরে নাকি আগে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ, সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন, আমরা যেটা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে; আমরা এখনো সেই অবস্থানে আছি। আমরা বসে চূড়ান্ত যখনই করব, আপনাদের জানাবো।'‘

কেএম/এসিবি