1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান দুই দলের নেতাদের পাল্টাপাল্টি আক্রমন

১৩ জুন ২০১১

আওয়ামী লীগের সাধারন সম্পাদক দাবি করছেন, এখন যতই না বলুন, শেষ পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদে যাবেন৷ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের জবাব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আর কোন ব্যবস্থা মেনে নেবেনা বিএনপি৷

https://p.dw.com/p/11Z9e
বিএনপি আর আওয়ামী লীগ এখন মুখোমুখি দ্বৈরথেছবি: AP/DW

তিনি দাবি করছেন প্রথম দিনের হরতালে সারাদেশে বিএনপি'র সাত শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে৷

প্রথমদিনের হরতাল শেষে সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে তাদের নেতা-কর্মীদের নজীরবিহীন ভাবে আটক এবং নির্যাতন করা হয়েছে৷ তিনি বলেন হরতালে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নজীর কোথাও নেই ৷ এই সরকার তা করেছে৷ মীর্জা ফখরুল বলেন যতই নির্যাতন আর নিপীড়ন চালান হোক না কেন বিএনপি তার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে৷ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোন ব্যবস্থায় নির্বাচনে যাবেনা বিএনপি৷

অন্যদিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপিকে হরতাল আর নৈরাজ্য বন্ধ করে সংসদে গিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ফের আহ্বান জানিয়েছেন৷ তার দাবি খালেদা জিয়া শেষ পর্যন্ত সংসদে যাবেন ৷ তিনি এখন যতই না না করুন, শেষ পর্যন্ত হ্যা বলবেন-এটাই খালেদা জিয়ার চরিত্র বলে আশরাফুল ইসলামের মন্তব্য৷

জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলনে হরতালে মোবাইল কোর্ট নামানোর তীব্র সমালোচনা করেছে৷ তারা বলেছেন, প্রয়োজনে দাবি আদায়ে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে৷

আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি শেষ হবে৷ আর এই হরতালে সাধারন মানুষের দুর্ভোগ চরমে উঠেছে৷ তারা হরতালের বিকল্প কর্মসূচির কথা বলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম