1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসীদের পাসপোর্ট দেয়া বন্ধ রাখার অভিযোগ

১৭ আগস্ট ২০২১

বিদেশে বাংলাদেশের বেশ কিছু দূতাবাসে প্রবাসীদের পাসপোর্ট দেয়া বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে৷ তবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘পাসপোর্ট ইস্যু বন্ধ নেই৷’’

https://p.dw.com/p/3z5dB
ছবি: DW/D. Guha

তিনি আরো বলেন, ‘‘দূতাবাসগুলো আমাদের সাথে কথা না বলেই ওই নোটিস দিয়েছে৷’’

বিদেশে বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাস নতুন পাসপোর্ট ও নবায়ন বন্ধ রাখার নোটিস দিয়েছে৷ কুয়েত, মালয়েশিয়া, লেবানন, ও মালদ্বীপ দূতাবাসের নোটিশ ডয়চে ভেলের হাতে এসেছে৷

কুয়েতে বাংলাদেশ দূতাবাস ১১ আগস্ট জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘‘ঢাকায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে ত্রুটি সৃষ্টি হওয়ায় বাংলাদেশের সকল মিশনের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকে বন্ধ আছে৷ ফলে যেসব বাংলাদেশি ২২ মে এবং পরবর্তী সময়ে পাসপোর্টের আবেদন করেছেন, তাদের পাসপোর্ট ডেলিভারি কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে৷ তবে পাসপোর্টের আবেদন বন্ধ থাকবে না৷’’

মালদ্বীপের হাইকমিশন গত ৯ আগস্ট তাদের নোটিসে বলেছে, পাসপোর্ট সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে পাসপোর্ট আবেদন বন্ধ থাকবে৷

পাসপোর্ট ইস্যু বন্ধ নেই: পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস ৭ আগস্ট নোটিসে জানিয়েছে, সার্ভারের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় প্রচুর সংখ্যক পাসপোর্ট পাইপলাইনে জমা আছে৷ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

লেবানন দূতাবাস বাংলাদেশের কেন্দ্রীয় পাসপোর্ট সার্ভারে সমস্যা হয়েছে বলে দাবি করেছে গত ২৮ জুন৷

জাপান ও ইটালি দূতাবাসও পাসপোর্ট দেয়া বন্ধ রেখেছে৷ মালয়েশিয়া দূতাবাসে ফোন করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷ তবে লেবানন দূতাবাস থেকে জানানো হয়, ‘‘গত দুমাস ধরে তারা পাসপোর্ট দিতে পারছেন না৷ এটা ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারের সমস্যা বলে তাদের জাননো হয়েছে৷’’

আর ইটালি দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘‘গত জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট অধিদপ্তরের সেন্ট্রাল সার্ভার আমরা যে আবেদন পাঠাচ্ছি তা ভেরিফাই করছে না৷ এরকম আবেদনের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার হবে৷’’ আরো দাবি করা হয়, তারা ঢাকায় যোগাযোগ করে জেনেছেন এমআরপির সার্ভার ক্যাপাসিটি শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি হয়েছে৷

বিশ্বের বিভিন্ন দেশে কত বাংলাদেশি প্রবাসীর পাসপোর্ট আটকা আছে তার সঠিক তথ্য পার্সপোর্ট অধিদপ্তরের কাছে নেই৷ তবে একটি সূত্র জানায়, এই সংখ্যা দেড়লাখের কম হবে না৷ প্রবাসীরা এমআরপি নিয়ে গত জুন মাস থেকে এই সমস্যায় আছেন৷

মালয়েশিয়া প্রবাসী হারুন অর রশীদ জানান, ‘‘মালয়েশিয়ায় এখন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে৷ যাদের পাসপোর্টের মেয়াদ নেই, তারা তো আর থাকতে পারবেন না৷ নতুন পাসপোর্ট না পেলে তাদের দেশ ছাড়তে হবে৷ একই সমস্যা তৈরি হচেছ সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে৷’’

বাংলাদেশে এমআরপির জন্য কাজ করছে মালয়েশিয়ার আইরিশ ইন্টারন্যাশনাল৷ তাদের সঙ্গে শুরুতে তিন কোটি পাসপোর্টের চুক্তি হয়৷ সেই পরিমাণ পাসপোর্ট হয়ে যাওয়ায় এখন আর তাদের সার্ভারে কোনো ডাটা এন্ট্রি নিচ্ছে না৷ বাংলাদেশে এখন ই-পাসপের্টের কাজও শুরু হয়েছে৷

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘‘কোভিডের কারণে ই- পাসপোর্ট নিয়ে একটু সমস্যা হচ্ছে৷ আর এই কারণে এখন আবার আমরা এমআরপি চালু করেছি৷ ধরে নিয়েছি, আরো দেড়-দুই বছর এমআরপি চালাতে হবে৷ সেজন্য আমরা যথা সময়ে নতুন চুক্তিও করেছি মালয়েশিয়ার আইরিশ কোম্পানির সাথে৷ তারা কাজ করছে৷ আমরা নতুন ৪০ লাখ পাসপোর্ট বই কিনেছি৷ তাদের মেমোরিও যখন শেষ হয়েছে, তখনই কিনে দিয়েছি৷ প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়েছে৷ পাসপোর্ট ইস্যু হচ্ছে৷ আমরা প্রতিদিন ১৫ থেকে ২৫ হাজার পাসপোর্ট এখন ইস্যু করছি৷’’

তিনি বলেন, ‘‘দূতাবাসগুলো কেন পাসাপোর্ট ইস্যু সাময়িকভাবে বন্ধ করেছে আমরা জানি না৷ আমাদের সাথে কথা বলে তারা করেনি৷ আর সৌদি আরব ও মালয়েশিয়া দূতাবাসে প্রয়োজনীয় লোকবল নাই৷ তারা আবেদন জমা করে রাখে৷ যে কয়টা পাঠায়, আমরা সেই কয়টা দেই৷ এখন কোভিডের পর পাসপোর্টের চাহিদাও বেড়ে গেছে৷ আর তারা তো শুধু আবেদন জমা নেয়৷ এই করোনার মধ্যে ঢাকা থেকে পাসপোর্ট তৈরি করে পাঠাতেও তো সময় লাগে৷ দেড়-দুই মাস ধরে একটু সমস্যা হচেছ বেশি পাসপোর্টের চাহিদার কারণে৷ কিন্তু কাজ বন্ধ নেই৷’’

ই-পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘করোনার কারণে এই দেরি হচ্ছে৷ আরো দেড়-দুই বছর লাগবে৷ এটা করার জন্য আমাদের সঙ্গে জার্মানির ভেরিডোস কোম্পানির সাথে চুক্তি৷ আমরা এই মাসের শেষের দিকে জার্মানি যাচ্ছি এই কাজে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য