প্রবীণদের জন্য সেরা ১০টি দেশ
‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স’ ২০১৫ সালে ৯৬টি দেশে জরিপ চালিয়ে প্রবীণদের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক যোগাযোগ এসবের ভিত্তিতে ১০টি দেশকে সেরা হিসেবে বেছে নিয়েছে৷
সুইজারল্যান্ড
ষাটোধর্ব ব্যক্তিদের জন্য সেরা দেশ সুইজারল্যান্ড৷ এই দেশে প্রবীণদের জন্য সেরা স্বাস্থ্যসেবা রয়েছে, এছাড়া তাদের জন্য যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো৷ তবে ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধার পরও সেদেশে ১৬ দশমিক ১ ভাগ বয়স্ক মানুষ দরিদ্র৷
নরওয়ে
প্রবীণদের ক্ষেত্রে সব বিষয়েই নরওয়ে ব়্যাংকিংয়ে শীর্ষে৷ দেশটিতে ৭১ দশমিক ১ ভাগ প্রবীণের কর্মসংস্থান রয়েছে৷ প্রবীণদের মধ্যে দরিদ্র ১ দশমিক ৮ ভাগ এবং সেদেশেও ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধা রয়েছে৷
সুইডেন
সুইডেনে ষাটোর্ধ্বদের কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকার হার অনেক বেশি৷ সেখানে প্রবীণরা নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট৷
জার্মানি
ব়্যাংকিংয়ে জার্মানির অবস্থান চতুর্থ৷ শিক্ষা ক্ষেত্রে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে এখানকার প্রবীণদের হার দ্বিতীয় সর্বোচ্চ৷ এই দেশটিও প্রবীণদের নাগরিক স্বাধীনতা, জীবন নিয়ে প্রত্যাশা এবং স্বাস্থ্যসেবার দিক দিয়ে প্রত্যাশা প্রায় শতাভাগ পূরণ করে থাকে৷
ক্যানাডা
দেশটিতে প্রবীণদের স্বাস্থ্যসেবা বেশ ভালো৷ ক্যানাডা প্রবীণদের স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা মিটিয়ে থাকে৷ এছাড়া এই দেশের বয়স্কদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে৷ ৯৭ দশমিক ৭ ভাগ পেনশনের সুবিধা রয়েছে৷ বৃদ্ধ অবস্থায় দরিদ্রের সংখ্যা শতকরা ৬ দশমিক ৮ ভাগ৷
নেদারল্যান্ডস
ব়্যাংকিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান ষষ্ঠ৷ বয়স্কদের মধ্যে দারিদ্রের হার ৩ ভাগ৷ ৬৫ বছরের বেশি বয়সে পেনশনের নিশ্চয়তা শতভাগ৷ এছাড়া নাগরিক স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
আইসল্যান্ড
আইসল্যান্ডে প্রবীণদের মধ্যে দারিদ্র্যের হার ১ দশমিক ৬ ভাগ৷ ৬০ বছরের বেশি বয়সি মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ সামাজিক যোগাযোগ, নিরাপত্তা, গণপরিবহন এবং নাগরিক স্বাধীনতা নিয়ে এখানকার প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
জাপান
বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণের বাস জাপানে৷ দেশটির এক তৃতীয়াংশ মানুষ প্রবীণ, অর্থাৎ তাদের বয়স ৬০ বছরের বেশি৷ স্বাস্থ্যসেবায় দেশটি তালিকায় শীর্ষে রয়েছে৷ এখানকার ৬০ বছরের প্রবীণরা আশা করেন তাঁরা আরও ২৬ বছর বাঁচবেন এবং এর মধ্যে ২০ বছরই তাঁরা সুস্থ-সবল থাকবেন৷ এছাড়া নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা নিয়ে সন্তুষ্টি রয়েছে প্রবীণদের মধ্যে৷
যুক্তরাষ্ট্র
ব়্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র আছে ৯ নম্বর অবস্থানে৷ শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ততার ক্ষেত্রে এটির অবস্থান শীর্ষে৷ এছাড়া এখানকার প্রবীণদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ, স্বাস্থ্য সেবা এবং জীবনমান নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ তবে বয়স্ক মানুষদের মধ্যে দরিদ্র শতকরা ১৮ ভাগ৷
যুক্তরাজ্য
সামাজিক যোগাযোগ, নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা এবং গণপরিবহন নিয়ে এখানকার প্রবীণদের মধ্যে সন্তুষ্টি রয়েছে৷ এছাড়া এখানকার ৬৫ বছরের বেশি বয়সিরা শতভাগ পেনশন সুবিধা পান৷ তবে বয়স্কদের মধ্যে ৯ দশমিক ৩ ভাগ দরিদ্র৷