প্রবীণদের ধন্যবাদ জানালেন ম্যার্কেল
৬ জুলাই ২০২০তিনি বলেন, ‘‘একা বাসায় কিংবা নার্সিং হোমে থাকা প্রবীণদের এই দীর্ঘ সময় সন্তান, নাতি-নাতনিদের কাছ থেকে দূরে থাকা বা তাদের জড়িয়ে ধরতে না পারা নিঃসন্দেহে বেদনাদায়ক ছিল৷ করোনা সংকটের কঠিন সময়ে এত কষ্ট সত্ত্বেও আমি অনেক প্রবীণের মধ্যে রাগের বদলে বরং করোনার প্রয়োজনীয় সতর্কতা বা সামাজিক দূরত্ব মেনে চলার মনোভাব দেখেছি৷ তাঁদের সচেতন আচরণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷''
প্রবীণরা যেন একাকী বোধ না করেন সেজন্য নার্সিং হোম এবং হাসপাতালগুলোতে সংক্রমণের বিরুদ্ধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ও পাশাপাশি প্রবীণদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকেও সম্মান জানানো হয়- করোনা সংকটের শুরুতেই সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন ম্যার্কেল৷
প্রবীণদের শারিরীক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য অনেক নার্সিং হোম সৃজনশীল সমাধান খুঁজছে, এবার ভিডিও বার্তায় বিষয়টিকে অনুকরণীয় বলে উল্লেখ করেছেন ম্যার্কেল৷ তিনি বলেন,‘‘ আমরা এমন একটি দেশে পরিণত হতে চাই না যে রাস্তাঘাট বা পরিবহণে কেবল তরুণ বা সবল মানুষরা চলবে, বয়স্করা সংক্রমণের ভয়ে রাস্তায় বের হওয়ার সাহস পাবেন না৷''
এনএস/এসিবি (এএফপি)