1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রভা আত্মহত্যা করেছেন না চিংড়ি ইলিশ খাচ্ছেন!

২৪ সেপ্টেম্বর ২০১০

প্রভা কোথায়? বাড়িতে বসে চিংড়ি আর ইলিশ খাচ্ছেন, নাকি তিনি সত্যিই আত্মহত্যা করেছেন? একদিন সারাদিন ঢাকা তোলপাড়৷ বারেবারে ফোন মিডিয়ায়, প্রভা নাকি সত্যিই...৷ শোনা যাচ্ছে, আত্মহত্যার নেপথ্যে রয়েছে এক সেক্স ভিডিও৷

https://p.dw.com/p/PLPo
ছবি: AP

গুজবের জবাব কিন্তু জানা যায়নি৷ প্রভা বেঁচে আছেন এবং বহাল তবিয়তে খাওয়াদাওয়া করছেন, একথা বলেছেন তাঁর স্বামী অপূর্ব৷ বলেছেন ওয়েব সংবাদসংস্থা বাংলানিউজকে টেলিফোনে৷ ওদিকে দুপুর থেকে ঘনঘন নিউজডেস্কে ফোন৷ ফোনেরা বলছে, অপূর্ব আর প্রভার ডিভোর্স হয়ে গেছে৷ কারণ এক যৌন ভিডিও৷ কিছুদিন আগে অপূর্বকে শ্যুটিং করতে গিয়ে বিয়ে করার আগে যে যুবকের সঙ্গে প্রভার ঘনিষ্ঠতা ছিল সেই ছেলেবন্ধুই এই ভিডিওর নায়ক৷ আর নায়িকা হলেন মডেল থেকে অভিনেত্রী হওয়া চনমনে তরুণী প্রভা৷

তো, এই কান্ড কতটা যে সত্যি আর কতটাই বা মিথ্যে তা কেউ বলতে পারবে না৷ কিন্তু প্রভার আত্মহত্যার গুজব এর আগেও নাকি কয়েকবার উড়ে বেরিয়েছে ঢাকা শহরের মাঠ ময়দানে৷ যে কারণে আর এক সংবাদ ওয়েবকে দেওয়া টেলিফোন সাক্ষাত্কারে বিরক্ত অপূর্বর জবাব, ‘বারবার এক কথা বলে বলে আপনারা কী সত্যিই প্রভাকে ওই পথে ঠেলতে চাইছেন নাকি?' প্রভা কোথায়, এ প্রশ্নের জবাবে মডেল নায়ক অপূর্বর ঘনিষ্ঠ এক বন্ধু বাংলানিউজকে জানানঃ- দম্পতি ভালোই আছে৷ তারা খাওয়ার টেবিলে ইলিশ মাছ ভাজা আর চিংড়ির চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে৷

রাতের দিকে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে ফোন আসার মাত্রা বাড়তে থাকে৷ অনেকেই বলাবলি করে, প্রভা নাকি সত্যিই এবার....প্রভার সেলফোন অনেকদিন ধরেই বন্ধ তাই আবার ফোন বাজে অপূর্বর সেল-এ৷ উত্তর শোনা যায়, ‘গুজব সব গুজব৷ আমরা ভালো আছি, একসঙ্গে আছি, দিব্যি আছি...৷'

তো, দিব্যি থাকাটাই ভালো, সেটাই দস্তুর, সেটাই নিয়ম৷ খামখা আত্মহত্যার গুজব ছড়ানো বা গুজবে কান দেওয়া মোটেই ভালো নয়৷ তবে কিনা বারবার একই গুজব ছড়ালে তখন কিন্তু তার ধার তেমন থাকে না৷ পাতলা হয়ে যায়৷ ওই যে বর্ণপরিচয়ের সেই রাখালের গরুর পালে বাঘ পড়া নিয়ে যা হয়েছিল, শেষে প্রভারও আবার তেমন কিছু যেন না হয়৷

পালে বাঘ পড়াটা ভালো নয়৷ সত্যি, সেটা মোটেই ভালো নয়, কিছুতেই নয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম