1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক যুক্তরাষ্ট্রের হোপ সোলো

২৬ জুন ২০১১

প্রমীলা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ধরা হয় তাঁকে৷ যদিও এখন পর্যন্ত বিশ্বকাপটা ছোঁয়া হয়নি৷ কিন্তু এবার সেটি ছুঁতে চান যুক্তরাষ্ট্রের হোপ সোলো৷

https://p.dw.com/p/11jem
যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সোলোছবি: picture alliance/ZB

মার্কিন দলের অন্যতম ভরসা এই ২৯ বছর বয়সী গোলকিপার৷ দুই পোস্টের মাঝখানে হোপ সোলোর অবস্থান যেন পুরো দলের জন্যই হোপ৷ অথচ ফুটবল খেলার শুরুটা কিন্তু করেছিলেন স্ট্রাইকার হিসেবে৷ তবে পরবর্তীতে গোলপোস্টের নিচে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি৷

ওয়াশিংটনে জন্ম নেওয়া এই দীর্ঘদেহী প্রমীলা ফুটবলারের জাতীয় দলের পক্ষে অভিষেক হয় ২০০০ সালে৷ তার আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুর্দান্ত খেলে সকলের নজর কাড়েন৷ এখন পর্যন্ত ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোলো৷ ২০০৯ সালে বছরের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান তিনি৷ গোল পোস্টের সামনে তার অসাধারণ ক্ষিপ্রতা এবং বলের ওপর কড়া নজর তাঁকে ফুটবল জগতের অন্যতম সেরা গোলরক্ষকে পরিণত করেছে৷ কিন্তু বিগত দুটি বিশ্বকাপে ব্যর্থতা তাঁকে এখনও পোড়ায়৷

তার ওপর কোচের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধও খবর হয়েছে একাধিকবার৷ গত বিশ্বকাপের কোচ রায়ানের সমালোচনা করায় দল থেকেও বাদ পড়েছেন এই স্পষ্টভাষী প্রমীলা ফুটবলার৷ তবে সব বাধা দূর করে ঠিকই আবার দলে ফিরে এসেছেন হোপ সোলো৷ নতুন কোচ পিয়া সান্ধাগের অধীনে মার্কিন দল এখন ছোট ছোট পাসে খেলার ধারায় ফিরে এসেছে৷ এই নতুন স্টাইল মার্কিন দলকে আবারও সাফল্যের শীর্ষে নেবে বলে মনে করছেন হোপ সোলো৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান