প্রমীলা ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক যুক্তরাষ্ট্রের হোপ সোলো
২৬ জুন ২০১১মার্কিন দলের অন্যতম ভরসা এই ২৯ বছর বয়সী গোলকিপার৷ দুই পোস্টের মাঝখানে হোপ সোলোর অবস্থান যেন পুরো দলের জন্যই হোপ৷ অথচ ফুটবল খেলার শুরুটা কিন্তু করেছিলেন স্ট্রাইকার হিসেবে৷ তবে পরবর্তীতে গোলপোস্টের নিচে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি৷
ওয়াশিংটনে জন্ম নেওয়া এই দীর্ঘদেহী প্রমীলা ফুটবলারের জাতীয় দলের পক্ষে অভিষেক হয় ২০০০ সালে৷ তার আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুর্দান্ত খেলে সকলের নজর কাড়েন৷ এখন পর্যন্ত ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোলো৷ ২০০৯ সালে বছরের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান তিনি৷ গোল পোস্টের সামনে তার অসাধারণ ক্ষিপ্রতা এবং বলের ওপর কড়া নজর তাঁকে ফুটবল জগতের অন্যতম সেরা গোলরক্ষকে পরিণত করেছে৷ কিন্তু বিগত দুটি বিশ্বকাপে ব্যর্থতা তাঁকে এখনও পোড়ায়৷
তার ওপর কোচের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধও খবর হয়েছে একাধিকবার৷ গত বিশ্বকাপের কোচ রায়ানের সমালোচনা করায় দল থেকেও বাদ পড়েছেন এই স্পষ্টভাষী প্রমীলা ফুটবলার৷ তবে সব বাধা দূর করে ঠিকই আবার দলে ফিরে এসেছেন হোপ সোলো৷ নতুন কোচ পিয়া সান্ধাগের অধীনে মার্কিন দল এখন ছোট ছোট পাসে খেলার ধারায় ফিরে এসেছে৷ এই নতুন স্টাইল মার্কিন দলকে আবারও সাফল্যের শীর্ষে নেবে বলে মনে করছেন হোপ সোলো৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক