প্রাচীন জেরুসালেম ছিল ধারণার চেয়েও ছোট
মাউন্ট সায়োন খননের মাধ্যমে একদল জার্মান প্রত্নতাত্ত্বিক জানতে পেরেছেন যে ‘ওল্ড টেস্টামেন্ট পিরিয়ড’ এর জেরুসালেম আগে যা ধারণা করা হয়েছিল তারচেয়ে ছোট ছিল৷
বিষ্ময়কর আবিষ্কার
মাউন্ট সায়োনে মাসখানেক ধরে খননের পর এক বিষ্ময়কর ব্যাপার আবিষ্কার করেছেন জার্মান প্রটেস্টেন্ট ইন্সটিটিউট অব আর্কেওলজির (জিপিআইএ) গবেষক দল৷ জেরুসালেমের ওল্ড সিটির দক্ষিণ অংশের যে স্থানে লৌহ যুগের দেয়াল ছিল বলে এতকাল ধারনা করা হয়েছিল, সেটি আসলে সেখানে নেই৷
জেরুসালেম কত বড় ছিল জানতে গবেষণা
জার্মান প্রত্নতাত্ত্বিক ডিটার ভিভিগার এবং তাঁর দল খৃষ্টপূর্ব অষ্টম শতকে জেরুসালেম কত বড় ছিল তা জানতে গবেষণা করছেন৷ গবেষকরা ধারনা করেছিলেন ওল্ড টেস্টিমেন্ট পিরিয়ড-এর সিটি ওয়ালটি বর্তমানের সায়োন গেট থেকে হিনোম ভ্যালি পর্যন্ত বিস্তৃত৷ গত শতকের আশির দশকে বেনেডিক্টিন মংক বার্গিল পিক্সনার ওয়ালের এই অংশের দেয়াল লৌহ যুগে তৈরি বলেছিলেন, যা ওল্ড টেস্টামেন্ট পিরিয়ডের দিকেই ইঙ্গিত দেয়৷
ভিভিগারের ভিন্নমত
তবে বার্গিল পিক্সনারের এই অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন ডিটার ভিভিগার৷ তিনি জানান যে এখন আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে দেয়ালটি কোনভাবেই লৌহ যুগে তৈরি করা হয়নি৷
পাঁচ বছর ধরে গবেষণা
ডিটার ভিভিগারের দল ২০১৫ সাল থেকে প্রতি গ্রীষ্মে মাউন্ট সায়োনের কিছু অংশ খনন করেন৷ এবছর করোনার কারণে তার দলটি ছোট ছিল৷ ১২ বর্গমিটার একটি এলাকা সাড়ে পাঁচ মিটার গভীর অবধি খনন করেছে তার দল৷ গবেষক দলটি তথ্যপ্রমাণের ভিত্তিতে বলছে জেরুসালেম ওল্ড টেস্টামেন্ট পিরিয়ডে যত বড় ছিল বলে এতকাল ধারনা করা হতো বাস্তবে তা ছিল না৷
লৌহ যুগের দেয়ালের খোঁজে দরকার গবেষণা
লৌহ যুগের যে দেয়ালের কথা এতকাল শোনা গেছে সেটি ঠিক কোথা থেকে শুরু হয়েছিল তা জানতে এখন গবেষকদের একেবারে শুরু থেকে আবার গবেষণা করতে হবে৷ তবে সেই গবেষণার কাজ সহজ হবে না৷ কেননা, ওল্ড সিটি ঘনবসতিপূর্ণ৷ ফলে সেখানে যেকোন স্থানে খননকাজ পরিচালনা করা কঠিন৷