প্রাচীন সভ্যতার নিদর্শন ধ্বংসে উন্মত্ত আইএস
৬ মার্চ ২০১৫হত্যা, ধর্ষণ, লুটতরাজের পাশাপাশি গত কিছুদিন ধরে পুরাতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে চলেছে সুন্নিদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ কয়েকদিন আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলের একটি জাদুঘরে ঢুকে সমস্ত শিল্পকর্ম হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল তারা৷ অ্যাসিরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ধ্বংসের খবর এবং সেই ধ্বংসযজ্ঞে শিল্পরসিকদের হতাশা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এলো নিমরুদ ধ্বংস করার খবর৷ বৃহস্পতিবার ইরাকের পর্যটন এবং প্রাচীন নিদর্শন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়৷
প্রাচীন অ্যাসিরীয় রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল নিমরুদ৷ ৯০০ খ্রীষ্টপূর্বাব্দের দিকে শুরু হয়ে ৬১২ খ্রীষ্টপূর্বাব্দের দিকে ধ্বংস হয়ে যায় সেই সভ্যতা৷ ১৯৮০-র দশকে প্রায় হারিয়ে যাওয়া অ্যাসিরীয় সভ্যতার অনেক নিদর্শনের সন্ধান মেলে৷ এতদিন প্রত্নতত্ত্বের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হিসেবে গণ্য হয়ে আসা নিমরুদকেও ধ্বংস করে দিল আইএস৷
গত বছর মোসুল দখল দিয়ে শুরু করে এ পর্যন্ত ইরাকের প্রায় এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে আইএস৷ সিরিয়ারও বেশ বড় একটা অংশ তাদের দখলে৷
এদিকে সিরিয়ায় যুদ্ধরত ইসলামী জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টের সেনা কমান্ডার আবু হাম্মাম আল শামি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ আল কায়েদার অনুসারী নুসরা ফ্রন্ট বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বোমা হামলায় বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন, আবু হাম্মাম আল শামিও নিহতদের মধ্যে ছিলেন৷
এসিবি/এসবি (এপি, বিবিসি, এএফপি, রয়টার্স)