প্রাণভিক্ষার আবেদন না ষড়যন্ত্র?
২১ নভেম্বর ২০১৫ডয়চে ভেলেকে এই তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন৷ আর সিদ্ধান্ত নেয়া হবে দ্রুতই৷ তবে জামায়াতে ইসলামী মুজাহিদের আবেদনকে কারাকর্তৃপক্ষের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে৷ আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে দাবি করেছেন, তাঁর বাবা পুনর্বিচারের আবেদন করেছেন৷
বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন৷ এরপর তাদের স্বজনরা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও আইনজীবীদের দেখা করার আবেদন গ্রহন করেনি কারাকর্তৃপক্ষ৷
আইনমন্ত্রী জানান, ‘‘শনিবার দুপুরের দিকে এই দু'জনই কারাকর্তৃপক্ষের মাধ্যমে প্রাণভিক্ষার আবেদন করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠাবে আইনমন্ত্রণালয়৷ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘তাদের অপরাধ এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি৷''
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাদের মতামতসহ আইন মন্ত্রণালয় থেকে আজ (শনিবার) সন্ধ্যার আগেই প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে৷''
তবে প্রাণভিক্ষার আবেদনে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের অপরাধের দায় স্বীকার করেছেন কিনা তা স্পষ্ট নয়৷ এনিয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউই মন্তব্য করেননি৷
এর আগে মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করে জানায় যে, ‘‘২১ শে আগষ্টের গ্রেনেড হামলার ঘটনার মামলায় মুজাহিদ আইনি লড়াই চালিয়ে যেতে চান৷ তিনি এই মামলার আসামি৷ তাই তার দণ্ড স্থগিত করা হোক৷''
অন্যদিকে সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন করেছেন৷ প্রসঙ্গত, যুদ্ধাপরাধের মামলায় প্রাণভিক্ষার আবেদন এই প্রথম৷ জামায়াত নেতা কাদের মোল্লা এবং কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি৷ তাদের দণ্ড কার্যকর হয়েছে৷ এদিকে জাময়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, ‘‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন কারাকর্তৃপক্ষের ষড়যন্ত্রেরই ফসল৷''
আর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন, ‘‘আমার বাবা অপরাধের দায় স্বীকার করেননি৷ তিনি প্রাণভিক্ষার আবেদনে পুনর্বিচারের দাবি করেছেন৷ কারণ তিনি ন্যায়বিচার পাননি৷''