প্রিন্সেস ডায়ানার সমাধি অনুষ্ঠান, কিংবা প্রিন্স উইলিয়ামের বিবাহ
৩ মার্চ ২০১১জীবন যেরকম৷ সেটি ছিল বিয়োগান্ত উপলক্ষ, এবার খুশী আর আনন্দে ভরা একটি দিন, তা অনুষ্ঠান যতোই গুরুগম্ভীর হোক না কেন৷ তাছাড়া ৬৩ বছরের এলটনের জীবনে তো এখন একটা খুশীর সময় চলেছে৷ তিনি সদ্য বাবা হয়েছেন৷
এলটন এবং তাঁর জীবনসঙ্গী ডেভিড ফার্নিশ যে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন, এবং দুজনে যে সে অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা করছেন, সে-কথা জানালেন এলটন নিজে, সুদূর ক্যানাডায়৷ ক্যানাডায়, কেননা চলচ্চিত্র প্রযোজক ডেভিড ফার্নিশের জন্ম ক্যানাডায়, তাঁর আত্মীয়স্বজন ওখানেই থাকেন৷ তাদের নবজাতক জাকারি'কে দেখাতে দুজনে ক্যানাডা গেছেন৷ সেই সুবাদে সিটিভি'র সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারে উইলিয়াম-কেট বিবাহ সংক্রান্ত প্রশ্ন৷
গত জানুয়ারিতে কিন্তু এলটন বলেছিলেন, তিনি উইলিয়ামকে বিশেষ ভালোভাবে চেনেন না, এবং বিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই মনে হয়৷ - যাই হোক, বাকি সব প্রশ্ন ছিল জাকারি কে নিয়ে, যার জন্ম গত ডিসেম্বরে, বড়দিনের দিন, ক্যালিফোর্নিয়ায়, এক সারোগেট বা প্রতিভূ মায়ের গর্ভে৷ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পর ক্যানাডাতেই প্রথম জাকারির পা পড়ল৷
জীবনে কতো কিছু ঘটে: ‘‘এক মহিলার সঙ্গে বিবাহিত ছিলাম৷ পরে এক পুরুষের সঙ্গে বিবাহিত৷ এবার সন্তান হল৷ কে জানে, হয়তো ৮৫'তে পড়ে সেক্স চেঞ্জ করাব,'' ঠাট্টা করে বললেন পপ সঙ্গীতের কিংবদন্তী এলটন জন৷
প্রতিবেদন. অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক