1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাইপ গলিয়ে আসবাবপত্র

এলকে শোয়াব/এসবি১২ অক্টোবর ২০১৫

ফেলে দেওয়া বা অপ্রয়োজনীয় উপকরণ দিয়ে শিল্প সৃষ্টি বেশ বড় চ্যালেঞ্জ৷ এক ব্রিটিশ শিল্পী লাগামছাড়া কল্পনাশক্তি দিয়ে বস্তু গলিয়ে এমন অভিনব সৃষ্টি করে চলেছেন৷ সৃজনশীল সেই প্রক্রিয়া মাঝপথে ছেড়ে দিতেও তিনি প্রস্তুত৷

https://p.dw.com/p/1GmUm
Monobloc Stühle
ছবি: Fotolia/pholidito

হার্ডওয়্যারের দোকান থেকে কেনা প্লাস্টিকের পাইপ এবং হেয়ার ড্রাইয়ার৷ লন্ডনের ডিজাইনার টম প্রাইস শুধু এই দু'টি জিনিসের সাহায্যে প্লাস্টিক গরম করে চেয়ার ডিজাইন করেন৷ প্রতিটি আসবাবই একটা এক্সপেরিমেন্ট৷ টম বলেন, ‘‘দৈনন্দিন জীবনে এ সব আমাদের ঘিরে রয়েছে, নানা কাজে সেগুলির ব্যবহার হয়৷ তাই আমরা সেগুলিকে তেমন পাত্তা দেই না৷ তার কিছু অংশ গলিয়ে মূল রূপ তুলে ধরলে অনেক অপরিচিত দিক চোখের সামনে এসে যায়৷ সেটা আমার জন্য সত্যি বিস্ময়কর৷''

যেমন পাইপ দিয়ে তৈরি হালকা চেয়ার৷ স্থাপত্যের মতো সেগুলি পারিপার্শ্বিকের উপর ছাপ রাখে৷ গলানো উপকরণ দিয়ে তৈরি এই সব আসবাবের দাম ১৫,০০০ ইউরো পর্যন্ত ছুঁতে পারে৷ টম প্রাইস নায়লনের দড়িও গলান৷ ব্রোঞ্জ অথবা ফয়েলও বাদ পড়ে না৷ টম বলেন, ‘‘একটি বস্তু তৈরি হলে আমার কাছে তা ‘ফুল স্টপ' হয়ে যায় না৷ অর্থাৎ কাজ মোটেই শেষ হয় না৷ কাজটাই প্রক্রিয়া৷ কাজ থেকে যা তৈরি হয়, সেটা পার্শ্ব প্রতিক্রিয়ার মতো, সেগুলি যেন ঠিকরে বেরিয়ে আসে৷ আবিষ্কারের এই আনন্দের মাত্রা আমি আরও বাড়িয়ে দিচ্ছি৷''

উপকরণের ক্ষেত্রে টম প্রাইস-এর বাছবিছার কম৷ নায়লনের দড়ি দিয়ে পেঁচানো বেলুন থেকে তিনি বাতাস বার করে নেন৷ তারপর তিনি গরম ধাতুর বাটির উপর সেই প্লাস্টিক গলিয়ে নেন৷ এভাবে আরামকেদারার আসনের ছাঁচ তৈরি হয়৷ দড়ির গিঁট কেমন হবে, তা নিয়ে তিনি মাথা ঘামান না৷ টম প্রাইস বলেন, ‘‘এমন কাকতালীয় অবস্থার প্রতি আমার আগ্রহের মূল কারণ হলো, আমি আসলে নির্দিষ্ট স্টাইল অথবা কাজের মধ্যে সচেতনভাবে কোনো বাঁধাধরা নান্দনিকতা থেকে পালাতে চেয়েছিলাম৷ বস্তুকে নিজের অবস্থায় ছেড়ে দিলে অনেক সিদ্ধান্ত আর নিতে হয় না, সিদ্ধান্ত নিতে আমার ভালো লাগে না৷''

টম প্রাইস লন্ডনে প্রথমে ভাস্কর্য, তারপর আসবাব ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন৷ তাঁর তৈরি কেদারার মধ্যে তার প্রতিফলন দেখা যায়৷ এক একটি আসবাবপত্র একেবারে অনন্য৷ টম বলেন, ‘‘এই জিনিসটি তৈরি করতে অনেক সময় লেগেছিল৷ প্রায় ১০,০০০ কেবেল বাঁধা আছে৷ বল তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে৷ প্রথমবার গলানোর কাজ খুব কঠিন ছিল৷ মনে হয়েছিল, সব ভুল হয়েছে, পণ্ডশ্রম হয়েছে৷ অন্য কোনো কাজের সময় এত ঝুঁকি নিতে হয়নি৷''

Price
টম প্রাইস-এর তৈরি একটি অভিনব আসবাব...ছবি: Tom Price

টম আপাতত বাতি নিয়ে মেতেছেন৷ একটি নন-স্টিকিং প্যানে মধ্যে তিনি প্লাস্টিক গলিয়েছেন৷ সেটি দেখতে তৈলাক্ত কাগজের মতো লাগছে৷ ফলে আলো কখনো জোরালো, কখনো বা টিমটিমে দেখতে লাগছে৷ তবে সব আইডিয়াই শেষ পর্যন্ত কার্যকর করেন না তিনি৷ টম বলেন, ‘‘কাজের মাঝখানে হাল ছেড়ে দেবার স্বাধীনতাও আমার ভালো লাগে৷ অনেক সময়ে আশা অনুযায়ী ইন্টারেস্টিং হয় না৷ তবে প্রকল্পের পেছনে কোনো কোম্পানি টাকা ঢাললে অবশ্য এমন সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়৷''

টম প্রাইস শিল্প ও ডিজাইনের মাঝের ক্ষেত্রে বিচরণ করেন৷ প্লাস্টিকের পাইপ থেকে তিনি গাছও তৈরি করেছেন৷ সেই ইনস্টলেশনের নাম ‘চেরি গার্ডেন'৷ গলানো বস্তু দিয়ে তৈরি অভিনব সেই জগত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান