1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লেবয় তারকার এ কি কান্ড!

১১ সেপ্টেম্বর ২০১০

১৯৫৩ সাল৷ বের হলো একটি পত্রিকা৷ নাম প্লেবয়৷ তারপর থেকে এক এক করে গেছে অনেক বছর৷ তারা প্রকাশ করছে অল্প, স্বল্প বসনা এবং নগ্ন নারীদের ছবি৷ বর্তমানে ম্যাগাজিন ছাড়াও এরা ওয়েবসাইট এবং হোম ভিডিওর মাধ্যমে ব্যবসা করছে৷

https://p.dw.com/p/P9cn
প্লেবয় ম্যাগাজিনের একটি প্রচ্ছদছবি: picture-alliance/ZB

সেই ম্যাগাজিনের এক মডেল তারকা টিফানি লিভিংস্টন৷ বয়স একুশ বছর৷ এক কান্ড করে এখন আলোচনার শীর্ষে তিনি৷

যুক্তরাষ্ট্রের জেট ব্লু বিমান কোম্পানির একটি উড়োজাহাজে চেপে ওরলান্ডো থেকে নিউআর্ক যাচ্ছিলেন৷ ১০ হাজার মিটার উপরে বিমান৷ মেঘের উপর দিয়ে ভেসে চলা এই বিমানের আসন থেকে হঠাৎ উঠে পড়লেন৷ এরপর দ্রুত চলে গেলেন বিমানের দরজার কাছে৷ হিঁচকে টানে দরজা খোলার চেষ্টা৷ কি হচ্ছে, কি হচ্ছে বলে সহযাত্রী আর বিমানবালাদের ব্যস্ততা৷ নিবৃত্ত করা গেলো তাঁকে৷ এরপর বিমান নামলো মাটিতে৷ পুলিশের কাছে প্লেবয় তারকাকে করা হলো হস্তান্তর৷ অবশ্য ঘন্টা খানিক বাদেই মুক্তি৷ পুলিশের কাছে তাঁর বয়ান, ‘না আমি দরজা খুলতে চেষ্টা করিনি৷ বরঞ্চ বিমানে হামলা হতে পারে এমন এক আশঙ্কায় আমি ছিলাম উদ্বিগ্ন৷ তাই দরজার কাছে গিয়েছিলাম মাত্র৷'

পরে টিফানির এজেন্সি পরিচালক জানিয়েছেন, টিফানি নাকি খানিকটা উদ্বিগ্ন হবার রোগে ভুগছেন৷ এর ফলেই এ কান্ড হতে পারে৷ তবে টিফানি বরাবরই তাঁর কাজের প্রতি খুবই সজাগ৷ ফলে তাঁকে নিয়ে খারাপ কিছু আশঙ্কা করাটা বোধ হয় ঠিক নয়, বলেই উল্লেখ করলেন তিনি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক