1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফজলে হাসান আবেদ আর নেই

২০ ডিসেম্বর ২০১৯

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই৷ শুক্রবার রাত সাড়ে আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর৷ 

https://p.dw.com/p/3VAOX
Gründer von BRAC Fazle Hasan Abed ist gestorben
ছবি: picture-alliance/ANN/Star

ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে৷ আর্মি স্টেডিয়ামে জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে৷ 

১৯৭২ সালে সিলেট জেলায় ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাকের প্রতিষ্ঠা করেন আবেদ৷ তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর৷ পরবর্তী ৪৭ বছরে ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় এনজিওতে পরিণত হয়েছে৷ 

এফএস/কেএম