প্রেসিডেন্টদের ওপর গুপ্তচরবৃত্তি
২৪ জুন ২০১৫এমন দাবি যদি সত্য হয়, তাতে বিস্ময়ের কোনো কারণ আছে কি? টুইটারে এই প্রশ্ন তুলেছেন মারিয়ন মুথিয়ানি সহ অনেকেই৷
আরেকজন লিখেছেন, কাউকে বোকা বানিয়ে লাভ নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্র এক পরাশক্তি এবং তারা যে কোনো মাত্রায় নিজেদের ক্ষমতা জাহির করবেই৷ তাই এই গুপ্তচরবৃত্তি মোটেই বিস্ময়কর নয়৷
জেমস স্যাভেজ আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, অ্যামেরিকা অবশ্যই ফরাসি নেতাদের উপর নজরদারি চালিয়েছে৷ ধরে নেওয়া যায় এর বিপরীতটাও ঘটেছে৷
ঠিক একই মন্তব্য করেছেন অলিভার গাসক্যার৷ তাঁর প্রশ্ন, ‘‘কে বলতে পারে ফ্রান্স বারাক ওবামার ওপর আড়ি পাতছে না?''
সবাই সবার উপর গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে – এবার বোধহয় এমন স্বীকারোক্তির সময় এসে গেছে বলে মনে করেন ইয়েমান্ড আন্ডার্স৷
শুধু তর্ক-বিতর্ক ও আলোচনা নয়, গুপ্তচরবৃত্তি নিয়ে হাস্যরসেরও ঘাটতি দেখা যাচ্ছে না৷ যেমন এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘ফ্রান্স আড়ি পাতার নিন্দা করছে৷'' সঙ্গে অবশ্য যে ছবিটি পোস্ট করেছেন, সেটি দেখলে না হেসে পারা যায় না৷
এককালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি' উপহার দিয়েছিল ফ্রান্স৷ এবার সেই মূর্তিতে রদবদলের সময় এসে গেছে৷ এমনই একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছেন এক ব্যবহারকারী৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ