1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্সারা চায় শ্যামলা হতে, শ্যামলারা ফর্সা

আরাফাতুল ইসলাম২৬ নভেম্বর ২০১৫

এ এক আজব শখ৷ ইউরোপের ফর্সা চামড়ার মানুষেরা চায় শ্যামলা হতে, আর আমাদের দেশের মানুষেরা চায় ঠিক উলটো৷ গায়ের রং নিয়ে কেন এত খুঁতখুঁতানি মানুষের মধ্যে?

https://p.dw.com/p/1HD1M
Sexismus in der Werbung
ছবি: picture alliance/dpa

ইউরোপের আসার পরপরই ব্যাপারটা খেয়াল করেছিলাম৷ গ্রীষ্মে এখানকার সমুদ্র সৈকতগুলোতে বিকিনি পড়া তরুণীদের ভিড় জমে যায়৷ অনেকে দিব্যি বিবসনা হয়ে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে, বসে থাকেন প্রখর সূর্যের নীচে৷ উদ্দেশ্য ধবধবে ফর্সা গায়ের রংটা খানিকটা তামাটে, শ্যামলা করে নেয়া৷ ওতে নাকি তাদের আরো যৌন আবেদনময়ী, সুন্দরী মনে হয়৷

গত গ্রীষ্মে ক্রোয়েশিয়ায় গিয়ে বুঝলাম পশ্চিমের মেয়েদের মধ্যে তামাটে রং পাওয়ার প্রবণতা বাড়ছে৷ সমুদ্রের পাড়ে, লেকের পাড়ে একটু রোদ পড়লেই হলো৷ সেখানে দিব্যি বিকিনির উপরের অংশ খুলে শুয়ে পড়ছে তারা৷ রংটা সর্বত্র তামাটে হোক, সেটাই ইচ্ছা৷

শুধু সূর্যস্নান নয়, যখন সূর্যের তেজ কম থাকে, তখন তারা চলে যায় সোলারিয়ামে৷ বিশেষ ধরনের এক বেডে শুয়ে থাকেন, উদ্দেশ্য সেই একই৷ গায়ের রংটা তামাটে মানে একটু শ্যামলা, মসৃণ করে তোলা৷ আর এই কাজ করতে গিয়ে চামড়ার অনেক ক্ষতিও করে ফেলে তারা৷ বাড়াবাড়ি রকম সূর্যস্থান আর সোলারিয়াম অনেকের চামড়া অল্প বয়সেই বুড়ো করে দেয়৷ চামড়ার বিভিন্ন রোগ, এমনকি ক্যানসারও হতে পারে এসবের ফলে৷ কিন্তু নিজেকে আরো আবেদনময়ী করে তুলতে সেসব আমলে নেয় না অনেক তন্বী৷

অথচ আমাদের দেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন৷ স্বেচ্ছায় বলুন, আর সমাজের চাপে অনেক শ্যামলা বা তথাকথিত ‘কালো' গায়ের রংয়ের মেয়েরা এমনকি এখন ছেলেরাও চায় রং ফর্সা করতে৷ এজন্য নানারকম সাবান, ক্রিমতো আছেই, পাশাপাশি মুখে মাটি থেকে শুরু করে দই, শাকসবজি সবই ঘষে তারা৷ অনেকে আবার প্রখর সূর্যের আলোতে বাইরেও বের হয়না, পাছে আরো কালো হয়ে যায়, সেই ভয়ে৷

DW Bengali Arafatul Islam
আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

অথচ আমাদের এই শ্যামবর্ণ কিন্তু অনেক দিক দিয়েই ভালো৷ ব্যক্তিগত এক অভিজ্ঞতা থেকেই বলি, কপালের এক পাশে ছোট একটা তিল আছে আমার৷ সেটা হঠাৎ করে একটু বড় হয়ে গেল৷ আমি খেয়াল না করলেও, এক ইউরোপীয় বন্ধুর চোখ পড়লো সেখানে৷ তারপর একরকম বাধ্য করেই আমাকে পাঠালো স্কিন বিশেষজ্ঞের কাছে৷ তিনি একটু দেখেই বললেন, তোমার চামড়া এত ভালো যে, ওটা নিয়ে ভয়ের কিছু নেই৷ আমাদের সাদা চামড়ায় এরকম তিল বিপজ্জনক, তোমার জন্য নয়৷

আমি মনে করি, শুধু চেহারা বা গায়ের ফর্সা রং এখন আর মানুষের গুরুত্ব বাড়ায় না৷ একসময় হয়ত বাড়াতো৷ কিন্তু সময় বদলেছে৷ এখন বরং দেহের গড়ন, ফিটনেস, আচরণ সবকিছু মিলেই তৈরি হয় সৌন্দর্য৷ তাই আবেদনময়ী হতে গায়ের রং নয় বরং ওজন কমিয়ে, ফিটনেস বাড়ানোর দিকে নজর দিলে ভালো৷

আপনিও কী ফর্সা হতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷