ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ
১৫ মার্চ ২০১৭যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যমে ট্রাম্পের আয়কর প্রদান সংক্রান্ত দুই পৃষ্ঠার একটি বিবরণী প্রকাশিত হওয়ার আগে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়৷
মঙ্গলবার এমএসএনবিসি টেলিভিশনের উপস্থাপক রাচেল ম্যাডো এক টুইটার বার্তায় জানিয়েছিলেন, তাঁর কাছে ট্রাম্পের আয়কর বিবরণী রয়েছে এবং বিষয়টি নিয়ে রাতে তাঁর অনুষ্ঠানে আলোচনা হবে৷ এর কিছুক্ষণ পরই বিবৃতি দেয় হোয়াইট হাউস৷
ট্রাম্পের আয়কর বিবরণীটি আসলে পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী অনুসন্ধানী সাংবাদিক ডেভিড কে জনসন৷ তিনি পরবর্তীতে রাচেল ম্যাডোর অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা করেন৷ ইমেলের মাধ্যমে জনসনের কাছে বিবরণীটি পৌঁছলেও সেটি কে বা কারা পাঠিয়েছে তা তিনি জানেন না৷ তবে ট্রাম্পও তাঁকে বিবরণীটি পাঠিয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেন জনসন৷
বিবরণীতে দেখা যায়, ট্রাম্প ২৪.৫ শতাংশ হারে কর দিয়েছেন৷ সাধারণ মার্কিনিদের ক্ষেত্রে এ হার ১০ শতাংশের মতো৷ তবে নিয়ম অনুযায়ী, যাঁদের আয় এক মিলিয়ন ডলারের বেশি তাঁদের ২৭.৪ শতাংশ কর দেয়ার কথা৷ সে হিসেবে ট্রাম্প প্রায় আড়াই শতাংশ কর কম দিয়েছেন৷
৩৮ মিলিয়ন ডলারের মধ্যে কেন্দ্রীয় আয়কর হিসেবে ট্রাম্প দিয়েছেন ৫.৩ মিলিয়ন ডলার৷ আর ৩১ মিলিয়ন ডলার দিয়েছেন ‘অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স’ বা এএমটি হিসেবে৷ ধনী ব্যক্তিরা যেন আইনের ফাঁকের আশ্রয় নিয়ে কর ফাঁকি দিতে না পারেন সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে৷ নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প এএমটি তুলে দেয়ার প্রস্তাব করেছিলেন৷
এদিকে, আয়কর বিবরণী প্রকাশ করায় এমএসএনবিসি-র সমালোচনা করে এটি আইনের পরিপন্থি বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস৷ ‘‘এভাবে আয়কর চুরি করা ও প্রকাশ করা একেবারে অবৈধ’’, এক বিবৃতিতে বলে হোয়াইট হাউস৷ তবে জনস্বার্থে এটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এমএসএনবিসি৷ ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ অনুযায়ী এটি বৈধ বলেও দাবি করেছে চ্যানেলটি৷
ডোনাল্ড ট্রাম্প নিজেও এক টুইটে আয়কর বিবরণী প্রকাশ করার সমালোচনা করেছেন৷
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে এবং প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের আয়কর বিবরণী প্রকাশ করতে না চেয়ে বিতর্কের জন্ম দেন ট্রাম্প৷ তিনি বলেন, ‘ইন্টারনাল রেভিনিউ সার্ভিস’ তাঁর বিষয়টি তদন্ত করছে এবং সে কারণে তাঁর বিবরণী প্রকাশ করা উচিত নয় বলে তাঁকে তাঁর আইনজীবীরা জানিয়েছেন৷ তবে এ ব্যাপারে আইনগত কোনো বাধা আসলে নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ)