ফাইনালের আগে ইউনাইটেড'এর প্রশংসায় পঞ্চমুখ বার্সার কোচ
২৪ মে ২০১১ইউনাইটেড'এর যে এই প্রশংসা প্রাপ্য, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ চলতি মরশুমে তারা কোনো বড় চমক না দেখালেও একটানা ভালো ফল করে গেছে৷ গুয়ার্দিওলা বলেছেন, সেমি ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার যেভাবে শালকের বিরুদ্ধে খেলেছে, তা সত্যি মনে রাখার মতো৷ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা যথেষ্ট শক্তিশালী ছিলো৷ তাদের খেলার মধ্যে গভীর নিষ্ঠা রয়েছে৷ মাঠে চার থেকে পাঁচ রকমের আলাদা লাইন-আপ করেও খেলার ক্ষমতা রাখেন ইউনাইটেড'এর খেলোয়াড়রা৷ ‘‘গত ৫ থেকে ১০ বছর ধরে দুনিয়ার সেরা টিমগুলির মধ্যে একটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড'', বলেন গুয়ার্দিওলা৷ ম্যানচেস্টারের কোচ সার অ্যালেক্স ফার্গুসনকেও দুনিয়ার সেরা কোচদের তালিকায় রাখছেন গুয়ার্দিওলা৷
অন্যদিকে বার্সেলোনা চোখ ধাঁধানো খেলা দেখিয়ে এবার স্পেনের লিগ জিতে নিয়েছে৷ এমনকি এটাই বার্সেলোনার সর্বকালের সেরা টিম কি না, সেই প্রশ্নও উঠে আসছে৷ তবে লন্ডনে শনিবারের ম্যাচে ইউনাইটেড'এর বিরুদ্ধে বার্সার জয় সত্ত্বেও কোচ গুয়ার্দিওলা মনে করেন, প্রথমার্ধে ইউনাইটেড বেশি ভালো খেলেছে৷ তারপর অবশ্য বার্সেলোনাই মাঠে কর্তৃত্ব করেছে৷
গোটা বিশ্বের ফুটবল অনুরাগীরা অপেক্ষা করে আছে ‘স্বপ্নের ফাইনাল' দেখার জন্য৷
এদিকে আইসল্যান্ডে আগ্নেয়গিরির তাণ্ডবের ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই লন্ডনে পৌঁছে যাবার পরিকল্পনা করছে বার্সা৷ বিমান চলাচল বন্ধ হয়ে গেলে তাদের পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়তে পারে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক