ফিফা ব়্যাঙ্কিংয়ের দুই নম্বর দলকে হারালো মরক্কো
২৭ নভেম্বর ২০২২ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ শুরু করেছিল মরক্কো। এই ম্যাচে জিতে নক আউট নিশ্চিত করতে চেয়েছিল বেলজিয়ামও। কিন্তু দুই গোলে বেলজিয়ামকে হারিয়ে দিলেন বোনো, হাকিমি, মাজরইরা।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের আকর্ষণ বাড়িয়েছে দুই দল। ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ডি ব্রুইনকে ফাউল করার অভিযোগে ফ্রি কিক পেয়েছিল বেলজিয়াম। তবে সেই ফ্রি কিক থেকে কোনো সুবিধা করতে পারেনি তারা।
ম্যাচের ২৮ মিনিটে আক্রমণ জোরালো করতে শুরু করে মরক্কো। ডি বক্সের ভেতর থেকে সোফিয়ান বোফালের নেওয়া শট চলে গিয়েছিল ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের ৩৫ মিনিটে বল নিয়ে গিয়ে ডি বক্সের ভেতর থেকে নেওয়া আশরফ হাকিমির শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মরক্কোর স্ট্রাইকার হাকিম জিয়েখ গোল করেন। কিন্তু রেফারি ভিএআরে চেক করার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। মরক্কোর রক্ষণভাগকে রীতিমতো চাপে রাখতে চেষ্টা করেছিল বেলজিয়াম। গোলশূন্য অবস্থায় শেষ হয় বেলজিয়াম বনাম মরক্কো ম্যাচের প্রথমার্ধ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই বিপক্ষের জালে বল জড়াতে মরিয়া ছিল। কিন্তু ৭৩ মিনিটের মাথায় সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো।
বেলজিয়ামের হয়ে সর্বাধিক গোল করা তারকা ফুটবলার রোমেলু লুকাকু নামলেন পরিবর্তন হিসেবে। কিন্তু তিনিও শেষরক্ষা করতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জাকারিয়ার গোলে বেলজিয়ামের বিরুদ্ধে ব্যবধান বাড়িয়ে ফেলে মরক্কো। কোর্তোয়া, মুনিয়ার, ওনানাদের নক আউটে যাওয়াটা অনিশ্চিত করে দিলেন সাইস, আমাল্লা, বোফালরা।
আরকেসি/এআই (ফিফা টিভি)