1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের ১১ জন!

৯ জানুয়ারি ২০১৩

সারা দুনিয়ার ৫৫,০০০ পেশাদারি ফুটবলারের ভোটে বাছাই হয় ফিফার এই ফিফ-প্রো একাদশ৷ তার মধ্যে এবার আছে বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদ মিলিয়ে ১০ জন৷ সেই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার ফালকাও৷

https://p.dw.com/p/17GL8
ZURICH, SWITZERLAND - JANUARY 07: Real Madrid's Portuguese forward Cristiano Ronaldo, Real Madrid's Marcello, Real Madrid's Sergio Ramos, Barcelona's Gerard Pique, Barcelona's Dani Alves, Real Madrid's Iker Casillas (Bottom L-R) Atletico Madrid's Colombian forward Radamel Falcao, Barcelona's Argentinian forward Lionel Messi, Barcelona's Spanish midfielder Andres Iniesta, Barcelona's Xavi Hernandez and Real Madrid's Xabi Alonso receive the FIFA/FIFPro World XI award during the FIFA Ballon d'Or awards ceremony at the Kongresshaus in Zurich on January 7, 2013. (Photo by Christof Koepsel/Getty Images)
ছবি: Getty Images

আট বছর ধরে ফিফার এই কাল্পনিক পেশাদারি দল বাছাই চলেছে৷ তার মধ্যে এই প্রথমবার একটি দেশের ফুটবল ক্লাবগুলি থেকে সব ক'টি প্লেয়ার বাছা হলো৷ এর থেকে বোঝা যায়, স্পেনের লা লিগাকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল লিগ বলে কেন৷

epa03527354 FC Barcelona's Argentinian striker Lionel Messi holds the trophy after being awarded the FIFA Men's World Player of the Year during the FIFA Ballon d'Or Gala 2012 held at the Kongresshaus in Zurich, Switzerland, 07 January 2013. EPA/STEFFEN SCHMIDT
ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসিছবি: picture-alliance/dpa

সাম্প্রতিক কয়েক বছরে কি ক্লাব ফুটবল, কি আন্তর্জাতিক ফুটবলে স্পেনের আধিপত্য এমনই যে, হাতে-গোনা কিছু প্লেয়ারকে কেন্দ্র করেই বার বার বিশ্ব অল-স্টার তৈরি হয়েছে৷ তাদের মধ্যে সর্বাগ্রে নাম করতে হয়ে চতুর্থবারের মতো বালঁ দ'র জেতা ব্যতিক্রমী খেলোয়াড় লিওনেল মেসি'র৷ ২০০৭ সাল থেকে এই পেশাদারি অল-স্টার টিমে আছেন তিনি৷ গোলরক্ষক ইকার কাসিয়াস আর প্লে-মেকার সাবি আছেন ২০০৮ সাল থেকে৷ খেলা সাজানোয় সাবি'র যমজ আন্দ্রেস ইনিয়েস্তা আর রেয়াল মাদ্রিদে মেসি'র জোড়োয়া ক্রিস্টিয়ানো রোনাল্দো তালিকায় আছেন বিগত চার বছর ধরে৷

এটা তো হল ২০১২'র অল-স্টার টিম৷ বলতে কি, ২০১১ সালের অল-স্টারে শেষ দু'জন ‘বাইরের' খেলোয়াড় ছিলেন ম্যানচেস্টারের ওয়েন রুনি এবং নেমানিয়া ভিডিচ: তাঁদেরও এবার জায়গা ছাড়তে হয়েছে লা লিগার আরো দু'জন খেলোয়াড়ের জন্য৷ এঁরা হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফালকাও এবং রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফট-ব্যাক মার্সেলো৷ কাজেই ফিফ-প্রো একাদশে এবার লা লিগার বাইরে কোনো প্লেয়ারই রইল না৷

তা'ও তো ইংল্যান্ডের ক্লাবগুলো থেকে দু-একজন প্লেয়ার এ পর্যন্ত ঠাঁই পেয়ে আসছিল৷ জার্মানির বুন্ডেসলিগা কিংবা ফ্রান্সের লিগা অ্যাঁ'র ক্ষেত্রে তা'ও বলা যায় না৷ ইটালির সেরিয়ে আ'র সেরা খেলোয়াড়রাও ২০১০ সাল যাবৎ বাদই পড়েছেন৷ কাজেই জুরিখে বাল দ'র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনেককেই মাথা নাড়তে দেখা গেছে৷ চেলসির অ্যাশলে কোল তো ঠাট্টা করে টুইট করেছেন: ‘আমার একটা স্পেনীয় পাসপোর্ট চাই'৷

Lionel Messi of Argentina, FIFA World Player of the Year 2012, is seen on a screen as he delivers a speech after receiving his FIFA Ballon d'Or trophy during the FIFA Ballon d'Or 2012 soccer awards ceremony at the Kongresshaus in Zurich January 7, 2013. REUTERS/Michael Buholzer (SWITZERLAND - Tags: SPORT SOCCER)
আট বছর ধরে ফিফার এই কাল্পনিক পেশাদারি দল বাছাই চলেছেছবি: Reuters

ইউভেন্তুসের মিডফিল্ডার আন্দ্রেয়া পির্লো, প্যারি সাঁ-জামা'র স্লাটান ইব্রাহিমোভিচ কিংবা চেলসির হিরো দিদিয়ের দ্রোগবা, এদের সকলেই এই অল-স্টার দলে থাকতে পারতেন – কিন্তু নেই৷ কারণটা হয়ত খুব সহজ: তাঁরা ভালো খেলেন বটে, কিন্তু স্পেনের ঐন্দ্রজালিক ফুটবল তো আর খেলেন না!

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য