1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান জিম্মিদের হত্যার হুমকি

২৫ সেপ্টেম্বর ২০১৪

ফিলিপাইন্সে দুই জার্মান জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে ‘আবু সায়াফ’ নামের একটি জঙ্গি সংগঠন৷ সংগঠনটি জানিয়েছে, জার্মানিকে যত শীঘ্র সম্ভব ইরাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে৷ নইলে জিম্মিদের হত্যা করা হবে৷

https://p.dw.com/p/1DJkm
Symbolbild Terror Terroristen Dschihadisten Islamisten Syrische Rebellen
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

গত এপ্রিল মাসে ফিলিপাইন্স থেকে দুই জার্মান নাগরিককে ধরে নিয়ে যায় ‘আবু সায়াফ' নামের ঐ জঙ্গি সংগঠনটি৷ আবু সায়াফ আল-কায়েদার অনুসারী৷ রবিবার আলজেরিয়ায় এক ফরাসি নাগরিককে জিম্মি করে হত্যার হুমকি দেয় সে দেশের ইসলামি জঙ্গি সংগঠন জুন্দ আল-খালিফা৷ আলজেরীয় সংগঠনটি বলেছে, ফ্রান্স ইরাকে ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)-এর বিরুদ্ধে বিমান হামলা বন্ধ না করলে ফরাসি ওই জিম্মিকে হত্যা করা হবে৷ প্রায় ছয় মাস আগে জার্মানির এক পুরুষ আর এক নারীকে ধরে নিয়ে যাওয়া আবু সায়াফ (তলোয়ারের কারিগর)-ও বলছে, জার্মানিকে আইএস বিরোধী যুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, অন্যথায় আটক দুই জার্মানের মৃত্যু অবধারিত৷

আইএস বা জুন্দ আল-খালিফা (খেলাফতের সৈনিক)-এর মতো আবু সায়াফ অবশ্য জিম্মিদের কোনো ভিডিও চিত্র প্রকাশ করেনি৷ এক টুইটার বার্তায় জিম্মিদের হত্যার হুমকি দিয়েছে তারা৷ জার্মানির প্রতি ইরাকি কুর্দিদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তাদের নতুন দাবি৷ দুই জার্মানকে জিম্মি করার পর তারা শুধু ৫৬ লাখ ডলারের মুক্তিপণ দাবি করেছিল৷

জার্মান দুই জিম্মিকে আবু সায়াফের হত্যার হুমকি দেয়ার খবরটি জানিয়েছে ‘সাইট' নামের এক ইন্টেলিজেন্স গ্রুপ৷ সাইট বিশ্বের সব ইসলামি জঙ্গি সংগঠনের যাবতীয় তৎপরতার দিকে নজর রাখে৷

ফিলিপাইন্সের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জার্মান জিম্মিদের হত্যার হুমকির খবরটি সত্য কিনা – তা তাঁরা খতিয়ে দেখছেন৷ তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হুমকির খবরটি তাঁরা জানেন, তবে আবু সায়াফ হুমকি অনুযায়ী জিম্মিদের হত্যা করবে বলে তাঁরা বিশ্বাস করেন না৷ নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘‘সব হুমকিকেই আমরা গুরুত্ব দেই৷ কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা জানি, এই সংগঠনটি (আবু সায়াফ) নিছকই গুন্ডাদের দল, এরা টাকার লোভেই সবকিছু করে৷'' ওই গোয়েন্দা কর্মকর্তার ধারণা, মুক্তিপণ নিয়ে জার্মান সরকারের সঙ্গে দেনদরবার করার জন্যই জিম্মিদের হত্যার হুমকি দিয়েছে আবু সায়াফ৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য