জার্মান জিম্মিদের হত্যার হুমকি
২৫ সেপ্টেম্বর ২০১৪গত এপ্রিল মাসে ফিলিপাইন্স থেকে দুই জার্মান নাগরিককে ধরে নিয়ে যায় ‘আবু সায়াফ' নামের ঐ জঙ্গি সংগঠনটি৷ আবু সায়াফ আল-কায়েদার অনুসারী৷ রবিবার আলজেরিয়ায় এক ফরাসি নাগরিককে জিম্মি করে হত্যার হুমকি দেয় সে দেশের ইসলামি জঙ্গি সংগঠন জুন্দ আল-খালিফা৷ আলজেরীয় সংগঠনটি বলেছে, ফ্রান্স ইরাকে ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)-এর বিরুদ্ধে বিমান হামলা বন্ধ না করলে ফরাসি ওই জিম্মিকে হত্যা করা হবে৷ প্রায় ছয় মাস আগে জার্মানির এক পুরুষ আর এক নারীকে ধরে নিয়ে যাওয়া আবু সায়াফ (তলোয়ারের কারিগর)-ও বলছে, জার্মানিকে আইএস বিরোধী যুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, অন্যথায় আটক দুই জার্মানের মৃত্যু অবধারিত৷
আইএস বা জুন্দ আল-খালিফা (খেলাফতের সৈনিক)-এর মতো আবু সায়াফ অবশ্য জিম্মিদের কোনো ভিডিও চিত্র প্রকাশ করেনি৷ এক টুইটার বার্তায় জিম্মিদের হত্যার হুমকি দিয়েছে তারা৷ জার্মানির প্রতি ইরাকি কুর্দিদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান তাদের নতুন দাবি৷ দুই জার্মানকে জিম্মি করার পর তারা শুধু ৫৬ লাখ ডলারের মুক্তিপণ দাবি করেছিল৷
জার্মান দুই জিম্মিকে আবু সায়াফের হত্যার হুমকি দেয়ার খবরটি জানিয়েছে ‘সাইট' নামের এক ইন্টেলিজেন্স গ্রুপ৷ সাইট বিশ্বের সব ইসলামি জঙ্গি সংগঠনের যাবতীয় তৎপরতার দিকে নজর রাখে৷
ফিলিপাইন্সের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জার্মান জিম্মিদের হত্যার হুমকির খবরটি সত্য কিনা – তা তাঁরা খতিয়ে দেখছেন৷ তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হুমকির খবরটি তাঁরা জানেন, তবে আবু সায়াফ হুমকি অনুযায়ী জিম্মিদের হত্যা করবে বলে তাঁরা বিশ্বাস করেন না৷ নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘‘সব হুমকিকেই আমরা গুরুত্ব দেই৷ কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা জানি, এই সংগঠনটি (আবু সায়াফ) নিছকই গুন্ডাদের দল, এরা টাকার লোভেই সবকিছু করে৷'' ওই গোয়েন্দা কর্মকর্তার ধারণা, মুক্তিপণ নিয়ে জার্মান সরকারের সঙ্গে দেনদরবার করার জন্যই জিম্মিদের হত্যার হুমকি দিয়েছে আবু সায়াফ৷
এসিবি/ডিজি (রয়টার্স)