যুক্তরাষ্ট্রের ক্ষত সারাচ্ছে জার্মানি
৩১ আগস্ট ২০১৮জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, জাতিসংঘ সংস্থার অর্থ কমে আসাটা পুরো প্রক্রিয়ার উপর এমন প্রভাব ফেলত পারত, যা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না৷
জার্মান সরকার শুক্রবার বলেছে, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দানকারী জাতিসংঘ সংস্থাকে তহবিল প্রদান উল্লেখযোগ্য হারে বাড়াবে তারা৷
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পাঠানো এক চিঠিতে হাইকো মাস বলেছেন, ‘‘আমরা এখন তহবিলের অতিরিক্ত অর্থ জোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছি৷''
এ বছর ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনডাব্লিউআরএ)-কে আট কোটি ১০ লাখ ইউরো দিয়েছে জার্মানি৷ অতিরিক্ত আরো কত অর্থ দেওয়া হবে তা প্রকাশ করেননি পররাষ্ট্রমন্ত্রী মাস৷ তবে সংস্থাটির বর্তমানের ২১ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি পূরণে তা যথেষ্ট হবে না বলে জানিয়েছেন তিনি৷
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সরকার এ বছর অর্থ কমিয়ে ইউএনডাব্লিউআরএ-কে ছয় কোটি ডলার (পাঁচ কোটি ১৫ লাখ ইউরো) দেয়৷ অথচ ২০১৭ সালেও ফিলিস্তিনে মানবিক ত্রাণ সহায়তা ও অন্যান্য কার্যক্রমের জন্য সংস্থাটিকে ৩৬ কোটি ৫০ লাখ ডলার দিয়েছিল তারা৷
‘‘এ কারণে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিতভাবে আরো প্রচেষ্টা নেওয়াটা গুরুত্বপূর্ণ,'' বলেছেন মাস৷
এএইচ/এসিবি (ডিপিএ/রয়টার্স)