ফুটবল ম্যাচ স্থগিত, অলিম্পিক ২০১২ নিয়ে উদ্বেগ
১০ আগস্ট ২০১১চলমান দাঙ্গার মুখে বুধবারের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন - এফএ৷ ওয়িম্বলের মাঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার কথা ছিল ইংলিশদের৷ এর আগে ঘানা ও নাইজেরিয়ার মধ্যে খেলাটিও স্থগিত করা হয়৷ এছাড়া লিগ কাপের খেলাগুলোও বাতিল করতে হয়েছে খেলোয়াড় ও দর্শক-ভক্তদের নিরাপত্তার অভাবে৷ একইসাথে সপ্তাহান্তে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর কথা থাকলেও, তা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন করা যাবে কি না তা নিয়েও দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ্ব৷ বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ এবং ফুটবল লিগের কর্মকর্তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে৷
অবশ্য, গত সোমবার বার্মিংহ্যাম দাঙ্গার কবলে পড়লেও সেখানকার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে ইংলিশদের ক্রিকেট ম্যাচ স্থগিত করা হচ্ছে না৷ ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, সহিংসতা সত্ত্বেও তাঁর দলের প্রস্তুতির কোন ব্যাঘাত ঘটেনি৷ তিনি বলেন, ‘‘টেলিভিশনে সহিংসতার যেসব ছবি দেখা যাচ্ছে তা লোমহর্ষক৷ ইংল্যান্ডের গর্বের মুহূর্তগুলোর সাথে এটা কোনভাবেই মিলে না৷ তবুও আমরা অন্যান্য খেলার মতোই খেলা চালিয়ে যেতে চাই৷''
এদিকে, ২০১২ সালের ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় অলিম্পিক আসরের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি৷ নতুন সাজে সাজানো হচ্ছে ঐতিহাসিক লন্ডনকে৷ ক'দিন আগেই লন্ডন শুরু করেছে লন্ডন অলিম্পিকের জন্য দিন গণনা তথা কাউন্ট-ডাউনের পর্ব৷ বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি - আইওসি'র শীর্ষ কর্মকর্তারা প্রস্তুতিমূলক ধারাবাহিক বৈঠক করে চলেছেন লন্ডনে৷ রয়েছেন বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরাও৷ অথচ এমন সময়ে লন্ডনসহ বেশ কিছু শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ায় অলিম্পিক আসরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে৷
ম্যারাথনে বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেট পাউলা ব়্যাডক্লিফের উদ্বেগ, ‘‘এক বছরেরও কম সময়ের মধ্যে গোটা বিশ্বের অতিথিদের আমরা লন্ডনে স্বাগত জানাবো৷ অথচ এখনকার পরিস্থিতিতে বিশ্বের মানুষ এখানে আসতে চাচ্ছে না৷ দেশ এখন সবচেয়ে খারাপ সময়ের মধ্যে রয়েছে৷'' প্রায় একই উদ্বেগ ঝরে পড়েছে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন কেলি হোমসের টুইটার বার্তায়৷ অবশ্য ক্রীড়াবিদদের এমন উদ্বেগের জবাবে আশার বাণী শুনিয়েছেন আইওসি এবং লন্ডন অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষও৷ আইওসি'এর মুখপাত্র মার্ক অ্যাডামস বলেন, ‘‘অলিম্পিক আসরে নিরাপত্তার বিষয়টি আইওসি'র অগ্রাধিকার প্রাপ্ত৷ তবে এটা নিশ্চিত করা স্থানীয় আয়োজকদের দায়িত্ব এবং তা সঠিকভাবেই নিশ্চিত করা সম্ভব হবে বলে আমাদের আস্থা রয়েছে৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ