1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুসফুসের টিউমার থেকে সেরে উঠছেন যুবরাজ সিং

২৭ নভেম্বর ২০১১

ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিং তাঁর ফুসফুসের টিউমার থেকে ক্রমেই সেরে উঠছেন৷ আর এই কঠিন সময়ে অফুরন্ত সমর্থনের জন্য ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই ব্যাটসম্যান কাম অলরাউন্ডার৷

https://p.dw.com/p/13HyE
প্রীতি জিন্টার সঙ্গে যুবরাজছবি: UNI

যুবরাজের এই অসুস্থতার লক্ষণ ধরা পড়ে চলতি বছরের বিশ্বকাপের সময়েই৷ মাঝে মধ্যেই কাশি এবং বমি হচ্ছিল তাঁর৷ কিন্তু খেলা থেকে যাতে মনোযোগ অন্যদিকে সরে না যায়, সেই কারণে তিনি তাতে গা করেননি৷ নিজের স্বাস্থ্যের চেয়েও যুবরাজের কাছে বেশি মুল্যবান ছিল দল এবং দেশ৷ তাই অসুস্থতা লুকিয়েই খেলা চালিয়ে যান৷ আর বিশ্বকাপের নয় ম্যাচে ৩৬২ রানের পাশাপাশি দখল করেন ১৫টি উইকেট৷ টুর্নামেন্টের এই সেরা খেলোয়াড়ের কারণেই নিজ দেশের মাটিতে আবারও বিশ্বকাপ জয় করে ভারত৷

যুবরাজের মা শবনম সিং এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর যুবরাজের অবস্থা আরও খারাপ হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে৷ স্ক্যান করার পর দেখা যায় অবস্থা বেশ গুরুতর৷ তার ফুসফুসে গল্ফ বলের আকারের একটি টিউমার ধরা পড়ে৷ তবে আরও পরীক্ষা নিরীক্ষা চালানোর পর দেখা যায় যে এই টিউমার ভয়াবহ কিছু নয়৷ নিয়মিত চিকিৎসা আর থেরাপি নিলেই এই টিউমার সেরে যাবে৷ যুবরাজের মা শবনম সিং জানিয়েছেন, তাঁর ছেলে ক্রমেই সেরে উঠছে৷ গত বেশ কিছুদিন ধরে যুবরাজের কঠিন সময় গিয়েছে৷ কিন্তু এখন তাঁর ছেলে মাঠে ফিরতে অস্থির হয়ে উঠেছে৷

Flash-Galerie Yuvraj Singh
মজার মুডে যুবরাজ সিং, নিজের মেডেলে কামড় দিয়েছবি: AP

এদিকে এই অসুস্থতার সময়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন ২৯ বছরের ক্রিকেট তারকা৷ টুইটারে তাই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুবরাজ সিং৷ ভক্তদের উদ্দেশ্যে তাঁর টুইট,‘‘ আমি এখন খুব ভালো আছি, এখন কেবল ম্যাচ খেলার মত ফিটনেস ফিরে পেতে হবে, শিগগিরই মাঠে ফিরছি৷

যুবরাজ মাঠে ফিরলে দর্শকরাই সবচেয়ে বেশি খুশি হবেন৷ ভারতীয় দলের এই মারকুটে বাঁ হাতি ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটের অন্যতম আকর্ষন৷ তাঁর ব্যাটে ভর করে অনেক ম্যাচ জিতেছে ভারতীয় দল৷ সর্বশেষ বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে দলকে সবচেয়ে বেশি সেবা দিয়েছেন তিনি৷ ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় দলেও ছিলেন তিনি৷ সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা মেরে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে রেখেছেন যুবরাজ সিং৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়