ফের গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা
১৩ আগস্ট ২০২০করোনা-কালে সাময়িক যুদ্ধবিরতি চলছিল। কোনও পক্ষই হামলা চালাচ্ছিল না। বুধবার সেই অঘোষিত যুদ্ধবিরতির অবসান ঘটল। ফের সংঘর্ষে জড়িয়ে পড়ল ইসরায়েলের সেনা এবং গাজা স্ট্রিপের হামাস। নতুন পরিস্থিতিতে উঠে এলো নতুন শব্দবন্ধ-- বেলুন সন্ত্রাস।
ইসরায়েলের অভিযোগ, বুধবার বিস্ফোরক ভর্তি বেলুন গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের উদ্দেশে ওড়ানো হয়। দক্ষিণ ইসরায়েলের বহু খেতের ফসল যার ফলে পুড়ে গিয়েছে। প্রচুর ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। তারই জবাবে বুধবার রাতে গাজা স্ট্রিপে হামাসের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলের সেনা। তাদের দাবি, হামাসের বেস, মাটির নীচের গুপ্ত দফতর এবং অবজারভেটরি টাওয়ার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল যে আক্রমণ করেছে, তা স্বীকার করে নিয়েছে হামাস।
ইসরায়েলের সেনার বক্তব্য, 'বেলুন সন্ত্রাস' শুরু করেছে হামাস। এর আগেও এ ঘটনা ঘটিয়েছে তারা। ঠিক কী অভিযোগ ইসরায়েলের সেনার? বলা হচ্ছে গাজা স্ট্রিপ থেকে বেলুন ওড়াচ্ছে হামাস। সেই বেলুনের ভিতর রাখা থাকছে বিস্ফোরক। দক্ষিণ ইসরায়েলের মাঠে পৌঁছে সেই বেলুনগুলিতে বিস্ফোরণ হচ্ছে। ফলে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
ইসরায়েলের সেনার দাবি, এরই জবাবে বুধবার রাতে হামলা চালানো হয়েছে গাজা স্ট্রিপে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি বলেই তাদের বক্তব্য। এর আগেও লাগাতার গাজা স্ট্রিপে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা। বরাবরই দাবি করা হয়েছে, কেবল মাত্র হামাসের শিবির লক্ষ্য করেই হামলা হয়েছে। কিন্তু একাধিক ঘটনায় আক্রান্ত হয়েছেন গাজা স্ট্রিপের সাধারণ মানুষ। নারী, শিশু সকলেই আক্রান্ত হয়েছেন। বুধবারের হামলায় সাধারণ মানুষের আহত হওয়ার খবর অবশ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)