1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে ‘কুরুচিপূর্ণ' মন্তব্যের উত্তরে মানবতার মন্ত্র

১১ মে ২০২১

অনেকের মতো ফেসবুকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী৷ ছবিটি প্রকাশের পর ধর্ম নিয়ে ‘বিরূপ' মন্তব্যের কবলে পড়েছেন এই অভিনেতা৷ প্রতিবাদে কবিতা বেঁধেছেন তিনি, জানিয়েছেন মানবতার মন্ত্র৷

https://p.dw.com/p/3tFCY
Bangla Cinema Aynabaji
ছবি: RTV

ফেসবুকে ছোট ও বড় পর্দার অভিনেতার মায়ের সিঁথিতে সিঁদুর দেখেই তারা ধর্ম নিয়ে এমন প্রশ্ন তুলেছেন বলে ধারণা করা হচ্ছে৷ ‘কুরুচিপূর্ণ' মন্তব্যকারীদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী বলেন, "আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ'৷ ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক৷ আসুন, সবাই মানুষ হই৷''

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার চঞ্চল চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ের নানা ঘটনার প্রেক্ষিতে তিনি কবিতাটা লিখেছেন৷ 

কবিতার ছন্দে ছন্দে মানবতার মন্ত্র তুলে ধরে চঞ্চল বলছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ নিয়ে নয়/ এমনি করে সভ্যতা শেষ, হচ্ছো তুমি ক্ষয়/ধর্ম রক্ষের ঝাণ্ডা তোমায় কে দিয়েছে ভাই/ধর্ম নিয়ে ব্যবসা করো, জ্ঞান কী তোমার নাই?/ সব ধর্মই এক কথা কয়, মানুষ সেবা করো/ধর্মের নামে ব্যবসা করে ভাবছো তুমি বড়…৷'

বাংলা ট্রিবিউনের তথ্য মতে চঞ্চল চৌধুরীর মন্তব্যটিতে ইতোমধ্যে ২৬ হাজারের বেশি অনুসারী সহমত প্রকাশ করেছেন৷ তার সঙ্গে একাত্মতা পোষণ করে মত জানিয়েছেন সহস্রাধিক ভক্ত৷

বাংলা নিউজ জানিয়েছে, মায়ের সাথে ছবিটি প্রকাশের প্রথম ৭ ঘণ্টাতেই ছবিটিতে পছন্দ ও ভালোবাসার রিঅ্যাক্ট করেছেন ১ লাখ ৬১ হাজারের বেশি অনুসারী৷ আর মন্তব্য পড়েছে ৮ হাজারের বেশি৷

ধর্ম নিয়ে এমন আচরণের প্রতিবাদে ফেসবুকে সরব হয়েছেন চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা৷ অভিনেতা রওনক হাসান বলেছেন, "চঞ্চল চৌধুরী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, তার অসম্মান আমারই অসম্মান৷'' সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি৷

টিভি অভিনেতা সাজু খাদেম লিখেছেন, "চঞ্চল-সাজু আত্মার বন্ধু, প্রাণের বন্ধু৷ একই বাতাস, একই আকাশ, একই মাটি, একই পানি, একই ক্যাম্পাস, একই দেশ, একই চিন্তা-চেতনায় মাখামাখি করে বেড়ে উঠা৷ এখানে চৌধুরী আর খাদেমের কোনও বেইল নাই৷''

ফজলুর রহমান বাবু লিখেছেন, "মুর্খ ধর্মান্ধরাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে৷” আর শাহনাজ খুশী লিখেছেন, " আমরা আছি, থাকবো, এ কদর্য্য অন্ধকার ভেদ করা আলো জ্বেলে৷” তিনিও এ ব্যাপারে আইনের দৃষ্টি আকর্ষণ ও সুষ্ঠু প্রয়োগ আশা করছেন৷ অভিনেতা তাহসান, জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী রিচি সোলায়মান, জাকিয়া বারী মম, নির্মাতা মাসুদ হাসান উজ্জলসহ আরও অনেকে প্রতিবাদ জানিয়েছেন৷

অভিনেতার ধর্ম নিয়ে ‘কুরুচিপূর্ণ' মন্তব্যকারীদের উদ্দেশ্য অভিনেতা মীর সাব্বির লিখেছেন, মনে রাখবেন, এই দেশে মীর সাব্বির যেভাবে বড় হয়েছে, চঞ্চলও একইভাবে বড় হয়েছেন৷'

চঞ্চল চৌধুরীর পক্ষে পোস্ট দিয়েছেন নির্মাতা সৌরভ কুণ্ডু, হাসান রেজাউল,নাসির উদ্দীন ইউসুফ, মাসুদ হাসান উজ্জ্বল, বন্যা মির্জা, বাপ্পী চৌধুরী, রেদওয়ান রনি, অপূর্ব, মোনালিসা, শাহনাজ খুশি, সাব্বির মাহমুদ, আসিফ আকবর, মাসুম রেজা, মম, চয়নিকা চৌধুরী, নওশাবা, মিজানুর রহমান আরিয়ান, মিথিলা, আবু হেনা রনি, অরণ্য আনোয়ার, ভাবনা, রওনক হাসান, তানভির তারেক, কোনাল, সোহেল রানা, শবনম ফারিয়া, মাজনুন মিজান, মৌসুমী হামিদ, রুনা খান, শিহাব শাহীন, সাগর জাহানসহ ইন্ডাস্ট্রির অসংখ্য মানুষ৷ আর সাধারণ মানুষ তো রয়েছেনই!

চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সাইবার হয়রানির শিকার হয়েছেন৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,বাংলা নিউজ, বাংলা ট্রিবিউন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য