1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে নিষিদ্ধ মিয়ানমারের সেনা প্রধান

২৭ আগস্ট ২০১৮

মিথ্যা ও বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর অভিযোগে মিয়ানমারের সেনা প্রধানকে নিষিদ্ধ করেছে ফেসবুক৷ দেশটির সেনাবিহিনীর সব অফিসিয়াল পেজ বন্ধ করে দেয়া হয়েছে বলেও বার্তা সংস্থা এফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে৷

https://p.dw.com/p/33qJr
ছবি: picture-alliance/dpa/V. Savitsky

সোমবার এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা মিয়ানমারের ২০ জন নাগরিক ও সংস্থাকে ফেসবুকে নিষিদ্ধ করতে যাচ্ছে৷ নিষিদ্ধ হতে যাওয়া ব্যাক্তিদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান চীফ সিনিয়র জেনারেল মিন অং লাইং৷ ফেসবুক জানায়, তারা তাদের যোগাযোগ মাধ্যামটি এমন ব্যাক্তিদের ব্যবহার করতে দিতে চান না যারা জাতিগত ও ধর্মীয় দাঙ্গাকে উসকে দেয়

তার আগে মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়' থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগের নামে ভয়ঙ্কর ওই অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ্ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷ 

জাতিসংঘের এ প্রতিবেদন প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিয়ানমারের সেনা প্রধানসহ মিয়ানমারের ২০ জন নাগরিক ও সংস্থাকে ফেসবুকে নিষিদ্ধ করার বিষয়ে বিবৃতি প্রদান করে৷

প্রসংগত, মিয়ানমারে প্রায় ৯ দশমিক ৭ মিলিয়ন লোক নিয়মিত ফেসবুক ব্যাবহার করেন৷ ফেসবুক মিয়ানমারে জনগণের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম৷ তবে মিয়ানমার সেনাবাহিনী ও কট্টরপন্থি বৌদ্ধরা ফেসবুকের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যও প্রচার করেছে৷

আরআর/এসিবি (এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান