1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের গড়নবরন বদলানো যাবে মুঠোফোনে

১১ ডিসেম্বর ২০১০

ফেসবুক প্রতিষ্ঠাতার মস্তিষ্কে সর্বদাই বোধহয় নিত্য নতুন চিন্তাভাবনা গিজগিজ করে৷ নয়তো দু’দিন পর পর ফেসবুকে এত পরিবর্তন আনে কেন তাঁর সংস্থা! এইতো এই সপ্তাহেই বন্ধুদের আলোচনা দেখছিলাম, ফেসবুকের নতুন রূপ নিয়ে৷

https://p.dw.com/p/QVnL

এই নতুন রূপ দেখে শুরুতে হাঁ হয়ে গিয়েছিলেন অনেকে৷ না, সৌন্দর্যে মুগ্ধ হয়ে নয়, বরং এটাকে বোঝার চেষ্টাতেই থমকে যেতে হয়েছিল অনেককে৷ প্রোফাইলের ওপরে নিজের সম্পর্কে ছোট্ট কয়েক লাইন, তারপর একগাদা বড় বড় ছবি৷ নিচে আবার পছন্দ-অপছন্দের তালিকাগুলো ছবি আকারে উপস্থিত৷ সবমিলিয়ে ফেসবুক তার ব্যবহারকারীদের প্রোফাইলগুলো পুরোটাই বদলে দিয়েছে৷

যে কেউ এক বাক্যে স্বীকার করে নেবেন, প্রোফাইলের নতুন এই চেহারায় ছবিটাই প্রাধান্য পেয়েছে বেশি৷ বর্তমান প্রেক্ষাপটে সেটা খুব স্বাভাবিকও৷ কেননা, বর্তমান ইন্টারনেট দুনিয়ার সামাজিক আচার ব্যবহার হয়ে উঠছে ছবিকেন্দ্রিক৷ গুটিকয়েক নতুন ওয়েবসাইটও চালু হয়েছে, যারা কিনা ছবির মাধ্যমেই অনলাইনে সামাজিক সম্পর্ক মজবুত করতে চায়৷ তাহলে, এই চেষ্টা থেকে ফেসবুকই বা বাদ থাকবে কেন?

Frau Facebook Laptop Flash-Galerie
ফেসবুকের সেটিংস বদলাতে এখন আর ল্যাপটপ চালু করতে হবে না (ফাইল ফটো)ছবি: dpa

সে যাই হোক, ফেসবুক ব্যবহারকারীদের এক বড় উদ্বেগ নিরাপত্তা বা তথ্যের সুরক্ষা নিয়ে৷ এই সাইট থেকে অনেকের একান্ত ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়৷ অনেককেই এজন্য বিব্রত হতে হয়েছে৷ তারপরও সতর্কতা খুব একটা দেখা যায়না৷ বরং শুধু ফেসবুকের নিরাপত্তা সেটিংস সম্পর্কে সচেতন না হওয়ায় এখনো অনেকের একান্ত ব্যক্তিগত ছবি সবাই দেখতে পারছে৷

ফেসবুক কিন্তু এর নিরাপত্তা সেটিংস সাইটটি ব্যবহারকারীদের সার্বক্ষণিক আয়ত্বে রাখার চেষ্টা করছে৷ আগে শুধুই কম্পিউটারে ফেসবুক প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকতো৷ ফলে যখন তখন এর গড়নবরন বদলানোটা সীমাবন্ধ ছিল৷ এই সপ্তাহে ফেসবুক সেটিংসের গুরুত্বপূর্ণ কিছু অংশ যোগ করা হয়েছে মুঠোফোন সংস্করণে৷

এখন থেকে আপনি চাইলে, মুঠোফোনেই বদলে নিতে পারেন ফেসবুকের সেটিংস৷ এজন্য মুঠোফোনে সাইটটিতে প্রবেশের পর নিচের দিকে থাকা সেটিংস বোতামে চাপ দিন৷ এরপর আপনার ফেসবুকের গড়নবরন সাজিয়ে দিন নিজের মতো করে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য