1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে অনেক কিছুই শিক্ষণীয়’ - সুবীর মিত্র

১৩ অক্টোবর ২০১১

এবার ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার অতিথি দেশ আইসল্যান্ড৷ মেলা শুরু হয়েছে বুধবার থেকে৷ চলবে রবিবার পর্যন্ত৷ মেলায় আসা আনন্দ পাবলিশার্সের প্রধান সুবীর মিত্র জানাচ্ছেন, এই মেলা থেকে বহু কিছু শিক্ষণীয় রয়েছে৷

https://p.dw.com/p/12qs8
People sit on chairs looking like piles of books at the book fair in Frankfurt, central Germany, Tuesday, Oct. 5, 2010. Argentina is this year's honorary guest on the fair that will be opened Tuesday evening. (AP Photo/Michael Probst)
ফাইল ছবিছবি: AP

বইমেলায় সুবীর মিত্র আসছেন অনেক বছর ধরে৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলা আসলে প্রকাশকদের মেলা৷ যেখানে ঠিক আমাদের বইমেলার মতো বই কেনাবেচা তেমন হয়না৷ তবে যেটা হয়, তা'হল বই বিষয়ে ধারণাটা মেলে৷ উন্নত প্রযুক্তির দেশগুলিতে কীভাবে বদলাচ্ছে বই, তার চেহারাটা বুঝতে পারা যায়৷ সেগুলোর কিছুটাও যদি আমাদের ভাষার বইগুলিতে প্রয়োগ করা যায়, তাতে মান অনেক উন্নত হয় বইয়ের৷

ইন্টারনেটকে সাধুবাদ দিলেন সুবীর মিত্র৷ বলেন, একটা সময় ছিল, যখন বিদেশে বাংলাভাষার উৎসাহী পাঠকের কাছে বই পাঠানোটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল৷ বর্তমানে সে কাজটা অনেক সহজ করে দিয়েছে ইন্টারনেট৷ ইউরোপের অন্যান্য দেশে বাংলা বই সেভাবেই পৌঁছচ্ছে৷ আর ইংল্যন্ডের ক্ষেত্রে রূপসী বাংলা নামের একটি প্রতিষ্ঠান সরাসরি দোকান থেকেই বিক্রি করছে বাংলা বই৷ তার ফলে নিঃসন্দেহে বাংলা বইয়ের প্রচারে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করছে এই সংস্থাটি৷

ফ্রাঙ্কফুর্টে এ বছর অতিথি দেশ আইসল্যান্ড৷ মেলা সবেমাত্র শুরু হয়েছে, আইসল্যান্ডের তেমন কোনো বৈশিষ্ট্য তাই এখনও চোখে পড়েনি সুবীর মিত্রের৷ তবে এই মেলা থেকে প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলতে চাইলেন যেভাবে যত্ন করে, ধৈর্য ধরে পাশ্চাত্ত্যে বই প্রকাশ করা হয়, তার থেকে বহু কিছুই শেখার আছে৷ উদাহরণ দিয়ে তিনি জানালেন, কয়েকবছর আগে একটি রুশ প্রকাশনা সংস্থার কাছ থেকে একটি শিশুপাঠ্য বইয়ের রাইটস কিনেছিল আনন্দ পাবলিশার্স৷ সে বইটি ছিল টকিং বুক৷ বা কথা বলা বই৷ সে বইটিকে বাংলায় প্রকাশ করার পর দারুণ সাড়া পাওয়া গিয়েছিল৷ জানালেন তিনি৷

বিশেষ করে ছোটদের বইয়ের প্রকাশনা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করা হয় পাশ্চাত্ত্যে৷ সে বিষয়টি জরুরিও নিঃসন্দেহে৷ জরুরি, কারণ, শৈশব হল আসল ভিত তৈরি করার সময়৷ বই যার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান