ফ্রাঙ্কফুর্ট মেলায় ইলেকট্রিক গাড়ির ভিড়
১৪ সেপ্টেম্বর ২০১১শহরবাসীদের জন্য গতিময় জীবন খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা যতই আধুনিক হচ্ছি, জীবনের গতিও যেন ততই বাড়ছে৷ এই গতিময় জীবনকে স্বাচ্ছন্দে রাখতে গাড়ি এক অন্যতম উপাদান৷
কিন্তু পরিবেশের কথাও মাথায় রাখতে হবে৷ পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতে শহরাঞ্চলের গাড়ির ওপর আরো কঠোর নিয়মনীতি আরোপ হতে পারে৷ অন্যদিকে মহাসড়কগুলোতেও গাড়ির ভিড় বাড়ছে, একইসঙ্গে বাড়ছে দূষণ৷ ফলে, গাড়ি নির্মাতাদের লক্ষ্য এখন আরো বেশি পরিবেশবান্ধব গাড়ি তৈরি করা৷
বর্তমানে জার্মানিতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪২.৩ মিলিয়ন৷ এরমধ্যে ইলেকট্রোমোবিল গাড়ির সংখ্যা মাত্র ২,৩০০ টি৷ এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে জার্মানির নামি গাড়ি নির্মাতারা বিশেষ করে ডাইমলার, বিএমডব্লিউ এবং ফক্সওয়াগন ব্যাপক বিনিয়োগ শুরু করেছে৷
ফ্রাঙ্কফুর্টের মেলায় অবশ্য বিএমডব্লিউ'র ইলেকট্রিক কার ‘আইথ্রি' বেশ হৈচৈ ফেলেছে৷ ২০১৩ সালের মধ্যে উৎপাদন শুরু হবে এই গাড়ির৷ নগরজীবনের ব্যস্ততার সঙ্গে মানানসই ডিজাইনের এই গাড়িতে অনায়াসে চারজন বসতে পারবেন৷ এটি ওজনে হালকা হলেও মজবুত বলেই দাবি নির্মাতাদের৷
‘আইথ্রি'-র দাম অবশ্য একটু চড়া৷ ধারণা করা হচ্ছে, শুরুতে এটির বিক্রয় মূল্য হবে চল্লিশ হাজার ইউরো৷ অপরদিকে প্রতিপক্ষ ডাইমলার-এর পরিবেশবান্ধব স্মার্ট মিনিকার-এর মূল্য বেশ কম৷ মাত্র ষোল হাজার ইউরোতেই পাওয়া যাবে এই গাড়ি৷
অবশ্য সাম্প্রতিক এক জরিপ জানাচ্ছে, দাম বেশি হলেও ইলেকট্রিক কার কেনার পক্ষে জার্মানরা৷ জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ জার্মান ইলেকট্রিক কার কেনার দলে আছেন৷ গাড়ি বিশেষজ্ঞরা আবার এই জরিপের ওপর পুরোপুরি ভরসা করছেন না৷ তাদের মতে, প্রযুক্তি এবং দাম - দুটো সঠিক অবস্থানে না পৌঁছনো অবধি অনেক চালকই ইলেকট্রিক কার-এর প্রতি আগ্রহী হবেন না৷
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি মেলা ফ্রাঙ্কফুর্ট কার শো৷ চলতি বছরে এই মেলা শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর৷ মেলার প্রথম দু'দিন বরাদ্দ ছিল সাংবাদিকদের জন্য৷ এটি চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ