ফ্রান্স: নিসে অগ্নিহামলায় কয়েকজন নিহত
১৯ জুলাই ২০২৪ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিস শহরে আগুনে তিন শিশু এবং এক তরুণসহ সাতজন নিহত হওয়ার ঘটনাকে ‘অগ্নিহামলা' সন্দেহ করা হচ্ছে৷
বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ভবনের উপরের তলার অ্যাপার্টমেন্টটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ৷
নিসের কৌঁসুলি ড্যামিয়েন মার্টিনলি জানিয়েছেন যে, তদন্তকারীরা অগ্নিকাণ্ডটি অপরাধমূলক কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছেন৷
‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী, আমি এটিকে অগ্নিহামলায় মৃত্যু বিবেচনা করে তদন্ত শুরু করেছি,'' ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, ‘‘এত ভুক্তভোগীর সংখ্যার কথা জেনে আমরা সবাই মর্মাহত৷ এখানে যা ঘটেছে, তা ভয়ঙ্কর৷''
সংশ্লিষ্ট অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৭ এবং ১০৷ তারাসহ তিন প্রাপ্তবয়স্ক সবাই ক্যামেরুনের নাগরিক৷
আর সপ্তম ভুক্তভোগীর বয়স ১৭ বছর৷ আগুন লাগার পর জানালা দিয়ে পালাতে গিয়ে তার মৃত্যু ঘটে৷ ৪৭ বছর বয়সি আরেক ব্যক্তি জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন৷ পরিবারটির দুই সদস্য জীবিত আছেন৷
এআই/এসিবি (রয়টার্স, এএফপি)