ফ্রান্সে মার্কিন শিক্ষার্থীর উপর অ্যাসিড হামলা
১৮ সেপ্টেম্বর ২০১৭রবিবার সকালের ঐ ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছে ফরাসি কর্তৃপক্ষ৷ অতীতে হামলাকারীর মানসিক সমস্যা ছিল বলে বার্তা সংস্থা এপি'কে জানিয়েছেন তদন্ত সম্পর্কে জ্ঞাত এক ব্যক্তি৷ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে হামলাকারীর কোনো সংযোগ ছিল না বলেও জানান তিনি৷
এদিকে, আঞ্চলিক এক পত্রিকা জানিয়েছে, হামলার পর হামলাকারী ঐ নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি৷
হামলায় আহতরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত বস্টন কলেজ নামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চারজনের তিনজন বিশ্ববিদ্যালয়ের প্যারিস প্রোগ্রামের শিক্ষার্থী৷ বস্টন কলেজের আন্তর্জাতিক প্রোগ্রামের প্রধান নিক গোজিক বলেছেন, ‘‘মনে হচ্ছে, শিক্ষার্থীরা ভালো আছে৷ তবে তাদের আরও চিকিৎসা প্রয়োজন৷’’
মার্সেই শহরের প্রোসিকিউটর অফিসের এক মুখপাত্র এপি'কে জানিয়েছেন, ঘটনার পর হামলাকারী সন্ত্রাসী কোনো হুমকি বা ঘোষণা দেয়নি৷
আহতদের একজন মিশেল ক্রুগ হামলাকারীর জন্য দোয়া চেয়েছেন৷ রবিবার বিকালে ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘কেউ ইচ্ছে করে মানসিকভাবে অসুস্থ হয় না৷ তাই তাঁকে দুষ্কৃতকারী সাজানো ঠিক হবে না৷’’ এই হামলার পরও তিনি ফ্রান্সে লেখাপড়া করার ‘অপূর্ব সুযোগ’ কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা কয়েকটি হামলার ঘটনা ঘটেছে৷
জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)