ফ্রান্সে নিষিদ্ধ অতি-দক্ষিণপন্থি সংগঠন
৪ মার্চ ২০২১ফরাসি সরকারের দাবি, জেনারেশন আইডেনটিটি ঘৃণা, বৈষম্য ও সহিংসতা ছড়াচ্ছিল। তারা বেসরকারি মিলিশিয়ার মতো কাজ করতো। তাই তাদের নিষিদ্ধ করা হলো।
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী টুইট করে বলেছেন, এই গোষ্ঠীর কার্যকলাপ, গঠনতন্ত্র ও প্রাইভেট মিলিশিয়ার মতো কাজকর্মের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেনারেশন আইডেনটিটিকে আবার সাহায্য করতো আরেকটি অতি-দক্ষিণপন্থি গোষ্ঠী। সরকার জানিয়েছে, লিয়ঁ-ভিত্তিক এই গোষ্ঠীকে বেআইনি ঘোষণা করে বলা হয়েছে, তারা ঘৃণা ও সহিংসতার মতাদর্শে বিশ্বাসী। তারা জাতি, ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করতে চায়।
কিছুদিন হলো এই সংগঠনটি প্রচারের আলোয় আসে। তারা ফ্রান্সে অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে বাধা দেয়। গত জানুয়ারিতেও তারা ফ্রান্স ও স্পেনের সীমান্তে পাহাড়ের উপর গিয়ে অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে বাধা দিয়েছিল। সীমান্তে এই সংগঠনের প্রচুর সদস্য মোতায়েন ছিল।
২০১৯-এর অগাস্টে সংগঠনের নেতা ও দুই সদস্যের ছয় মাসের কারাদণ্ড হয়। তারা দুইটি হেলিকপ্টার ভাড়া নিয়ে নজরদারি করছিল। তারা সীমান্তও সিল করে দেয়। এর প্রতিবাদে অন্য একটি গোষ্ঠী গিয়ে ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে আসে। পুলিশের সঙ্গে জেনারেশন আইডেনটিটি সদস্যদের সংঘর্ষও হয়।
জিএইচ/এসজি(এএফপি, এপি)