1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে ফুটবলারদের বাসে হামলা

৩০ অক্টোবর ২০২৩

হামলায় অলাম্পিক লিওঁ ক্লাবের কোচ ফাবিও গ্রোসো মুখে আঘাত পেয়েছেন৷ এই ঘটনায় ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4YCKh
Frankreich, Marseille  | Bus des Lyon Fussball-Teams mit Steinen beworfen
ছবি: Christophe Simon/AFP/dpa/picture alliance

ফ্রান্সের লিগ ১-এর জনপ্রিয় দল অলিম্পিক লিওঁর বাসে হামলার জেরে রোববার অলাম্পিক মার্সেই এবং অলাম্পিক লিওঁর ম্যাচটি স্থগিত করা হয়৷ লিওঁ ক্লাবের খেলায়াড়দের বহনকারী বাসে পাথর, বোতল নিক্ষেপের ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়৷

হামলার পর দুই সহকারির সহযোগিতায় আঘাত পাওয়া কোচ ফাবিও গ্রোসোকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে৷ রক্তমাখা হাত দিয়ে তিনি মুখ ঢেকে রেখেছিলেন৷

আরআর/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)