ফ্লোরিডার ঝড়তাড়ুয়া
১২ সেপ্টেম্বর ২০১৭হারিকেন ইরমা ক্যারিবীয় অঞ্চলজুড়ে এরই মধ্যে তাণ্ডব চালিয়েছে৷ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷ ফ্লোরিডা ও জর্জিয়া থেকে সরিয়ে নেয়া হয়েছে ৬০ লাখের বেশি মানুষকে৷
কিন্তু আবহাওয়া অফিস যখন ঘূর্ণিঝড় ইরমার পথ থেকে সবাইকে সরে যেতে বলছে, তখন জাস্টন ড্রেক করলেন ঠিক উলটো কাজ৷ টুইটারে তিনি পরিচিত @JustonStrmRider নামে৷
আরেক স্টর্ম রাইডার @SimonStormRider নামের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ঝড়ের প্রায় কেন্দ্রে গিয়ে গাড়ি থেকে নেমে গেছেন জাস্টন৷ বাতাসের গতি পরিমাপ করার জন্য হাতে একটি যন্ত্রও ধরে রেখেছেন তিনি৷
কিন্তু ভয়াবহতা বুঝতে যন্ত্রের হিসেবের আর প্রয়োজন পড়েনি৷ দাঁড়ানো মাত্রই তাঁকে কয়েক ফুট পেছনে প্রায় উড়িয়ে নিয়ে যায় বাতাস৷ আবার এগুনোর জন্য জাস্টনকে প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হয় সামনে৷
ইরমার এই ভিডিও মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়েছে৷ ছড়িয়ে পড়েছে টুইটার, ফেসবুকে৷ বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে জাস্টন জানিয়েছেন, জীবনে বহু ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়েছেন তিনি৷ কিন্তু ইরমার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা তাঁর হয়নি৷
হাতের যন্ত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় মাত্র ১১৭ মাইল দেখা গেলেও জাস্টন ধারণা করছেন মূল গতিবেগ এর চেয়েও বেশি হতে পারে৷ হয়তো যন্ত্রের হিসেব করার ক্ষমতার বাইরে ছিল এই ঘূর্ণিঝড়৷
এডিকে/এসিবি