‘নিষ্ক্রিয়’ সেই কর্মকর্তার পদত্যাগ
২৩ ফেব্রুয়ারি ২০১৮ভিডিওতে দেখা গেছে, ১৪ই ফেব্রুয়ারি ১৯ বছর বয়সি আততায়ী নিকোলাস ক্রুজ যখন মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করে, স্কুল রিসোর্স অফিসার স্কট পিটারসন তখন গেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন৷ ক্রুজ প্রায় ছয় মিনিট ধরে গুলি চালায়৷ পিটারসন কিন্তু তার প্রথম চার মিনিট যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে থাকেন৷
স্বভাবতই দায়িত্বে অবহেলার পরিপ্রেক্ষিতে পিটারসনকে সাসপেন্ড করা হয়েছে৷ সাসপেন্ড হওয়ার পর পিটারসন পদত্যাগ করেছেন বটে, কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷
বিষয়টি গুরুত্ব পেয়েছে এই কারণে যে, ফ্লোরিডার হাই স্কুলে হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে বিতর্ক চলেছে, ভবিষ্যতে এ ধরণের হত্যকাণ্ড কিভাবে রোখা যায় এ নিয়ে চলছে আলোচনা৷ একদিকে আরো কড়া আগ্নেয়াস্ত্র আইনের দাবি উঠেছে – বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী ও ডেমোক্র্যাট রাজনীতিকদের তরফ থেকে৷ অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিছু রিপাবলিকান বিধায়ক ছাড়া ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) প্রস্তাব দিয়েছে যে, শিক্ষক ও স্কুলকর্মীদের বন্দুক দেওয়া হোক৷
ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল বলেছেন যে, স্কুল রিসোর্স অফিসার স্কট পিটারসন গুলিচালনা শুরু হওয়ার ৯০ সেকেন্ড পরে স্কুলগেটের কাছে অবস্থান নেন এবং স্কুলভবনের ভিতরে না ঢুকে চার মিনিটের বেশি সময় ধরে গেটের কাছেই থাকেন৷ অপরদিকে গুলিচালনা চলে ছয় মিনিট ধরে৷ পিটারসনের কী করা উচিত ছিল, এক রিপোর্টার এই প্রশ্ন করলে ইসরায়েল বলেন, ‘‘ভিতরে ঢুকে খুনির মোকাবিলা করা, খুনিকে খুন করা৷’’
পিটারসন কিভাবে স্কুলভবনের বাইরে অপেক্ষা করছেন, তার সিকিউরিটি ভিডিও রেকর্ডিং দেখে তিনি ‘মর্মাহত’ হয়েছেন বলেও জানান ইসরায়েল৷ তিনি বলেন, ‘‘ভেবে দেখুন, পরিবারবর্গ তাদের সন্তানকে হারিয়েছে৷ আমি তাদের বাড়িতে গিয়েছি, সেখানে তারা বসে বসে কাঁপছে৷’’
ইসরায়েল বলেন যে, তিনি হত্যাকাণ্ডের সিকিউরিটি ভিডিও রেকর্ডিংগুলি এখনই প্রকাশ করবেন না, তবে নিকোলাস ক্রুজের বিচার কিভাবে হয়, তার উপর নির্ভর করে তিনি ভবিষ্যতে ভিডিও রেকর্ডিংগুলি প্রকাশ করতে পারেন৷ ক্রুজের বিরুদ্ধে ১৭টি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে৷
এসি/এসিবি (এপি, রয়টার্স)
গত জুলাইয়ের ছবিঘরটি দেখুন...