বইমেলার সেরারা এবার যেমন সেজেছে
একুশে বইমেলায় সুন্দর করে স্টল সাজানোর জন্য গত চার বছর ধরে সেরা স্টল সজ্জার পুরস্কার দেয়া হচ্ছে৷ ছবিঘরে থাকছে এখন পর্যন্ত পুরস্কার পাওয়া প্রকাশনী সংস্থার কথা ও তাদের এ বছরের সজ্জার ছবি৷
শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার
অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে সুন্দর স্টল বা প্যাভিলিয়নের জন্য ২০১৫ সাল থেকে দেয়া হচ্ছে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার৷ পুরস্কারপ্রাপ্ত প্রকাশককে ২৫ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়৷ সাধারণত মেলার সমাপনী অনুষ্ঠানে দেয়া হয় এ পুরস্কার৷
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)
২০১৫ সালের বইমেলায় নান্দনিক স্টল তৈরির ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার পেয়েছিল ইউপিএল৷ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল প্রকাশনী হিসেবে সুনাম কুড়িয়েছে৷
সময় প্রকাশন
২০১৬ সালে সেরা হয়েছিল সময় প্রকাশন৷ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রকাশনাটি তার যাত্রা থেকেই একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করে আসছে৷
মধ্যমা প্রকাশনী
নান্দনিক স্টল তৈরির ক্যাটাগরিতে ২০১৬ সালে সেরা পুরস্কার পেয়েছিল মধ্যমা প্রকাশনীও৷
জার্নিম্যান বুকস
২০১৬ সালে আরও একটি প্রকাশনাকে সেরার পুরস্কার দেয়া হয়৷ সেটি পায় জার্নিম্যান বুকস৷ ১৯৯৩ সালে যাত্রা শুরু করা জার্নিম্যান বুকস দেড় শতাধিক মানসম্পন্ন গ্রন্থ প্রকাশ করেছে৷ ২০১৫ সালে প্রথমবারের মতো একুশে গ্রন্থমেলায় অংশ নেয় এ প্রকাশনা প্রতিষ্ঠানটি৷
বাতিঘর
২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রামের চেরাগী মোড়ে ১০০ বর্গফুটের ছোট্ট জায়গায় বাতিঘরের যাত্রা শুরু৷ মাত্র সাত বছরের মাথায় প্রায় দু’হাজার বর্গফুটের সুবিশাল পরিসরে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গড়ে তুলেছে বিশাল বইয়ের দোকান৷ ২০১৭ সালে তারা স্টল সজ্জার সেরার পুরস্কারটি পেয়েছিল৷
সংবেদ
আশির দশকের আলোচিত লিটলম্যাগ ছিল ‘সংবেদ’৷ এই নামেই ২০০৭ সালে প্রকাশনী সংস্থা হিসেবে যাত্রা শুরু করে৷ ২০১৭ সালে তারাও সেরা স্টল সজ্জার পুরস্কার পেয়েছিল৷
পাঞ্জেরী প্রকাশনী
১৯৯৫ সাল থেকে প্রকাশনা কার্যক্রম শুরু করে পাঞ্জেরী প্রকাশনী৷ শুরু থেকে পাঠ্যবই সম্পর্কিত বইপত্র প্রকাশ করে আসলেও পরবর্তীতে সৃজনশীল প্রকাশনার দিকে ঝুঁকে তারা৷ ২০১৭ সালে সেরা স্টল সজ্জার পুরস্কার পাওয়া আরেকটি প্রকাশনা এটি৷
কথা প্রকাশ
২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কথাপ্রকাশ-কে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়৷