বউয়ের চুল কামিয়ে জামাই গ্রেপ্তার
৮ অক্টোবর ২০১৯বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা শাহরিয়ার খান এএফপিকে জানান, ‘‘সকালের নাস্তা হিসেবে স্ত্রীর তৈরি করা দুধভাতে তিনি (মণ্ডল) একটি চুল পেয়েছিলেন৷ ক্ষিপ্ত মণ্ডল এর জন্য স্ত্রীকে দায়ী করেন৷ এরপর জোর করে ব্লেড দিয়ে তার মাথার সব চুল কেটে ফেলেন৷''
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়৷
শাহরিয়ার খান জানান, বাবুল মণ্ডলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেয়ার' অভিযোগ আনা হয়েছে৷ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল৷
অ্যাক্টিভিস্টরা বলছেন এই ঘটনা, নিপীড়ন ও যৌন হয়রানি থেকে নারীদের রক্ষায় আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে যে নারী নির্যাতন বাড়ছে, সেই বিষয়টি সামনে নিয়ে এসেছে৷
জেডএইচ/কেএম (এএফপি)