1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা চলছে

২২ জুন ২০১১

মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল হলেও সরকার নতুন জায়গায় এই বিমান বন্দর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে৷

https://p.dw.com/p/11hen
Mujibur Rehman, Bangladesh
জাতির জনক বঙ্গবন্ধুছবি: Public domain

তাতে ৪টি জায়গার মধ্যে মুন্সিগঞ্জও প্রাথমিক বিবেচনায় রয়েছে৷ তবে তা আড়িয়াল বিল নয়, মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকা বলে সংসদে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের৷

সাধারণ মানুষের প্রতিবাদ এবং পরিবেশবাদীদের আন্দোলনের মুখে সরকার কয়েকমাস আগে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল করে৷ কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল করেনি সরকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের আজ সংসদে জানিয়েছেন, ৪টি জায়গায় এই বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে৷ আর এই বিমানবন্দর নির্মাণ করা হবে সরকারি এবং বেসরকারী যৌথ উদ্যোগে৷

Sheikh Mujibur Rahman Flash-Galerie
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: bdnews24
Sheikh Mujibur Rahman Flash-Galerie
বিখ্যাত সেই ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানছবি: bdnews24

তিনি জানান, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে স্থান নির্ধারণ করা হয়েছে৷ এর মধ্য থেকেই একটি জায়গা চূড়ান্ত করা হবে৷

সংসদে প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বিরোধী দল বিএনপি নানা দাবিদাওয়ার অজুহাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে৷

বিমানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়াও পর্যটন শিল্পের উন্নতির জন্য মহাপরিকল্পনা নেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন