বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা চলছে
২২ জুন ২০১১তাতে ৪টি জায়গার মধ্যে মুন্সিগঞ্জও প্রাথমিক বিবেচনায় রয়েছে৷ তবে তা আড়িয়াল বিল নয়, মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকা বলে সংসদে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের৷
সাধারণ মানুষের প্রতিবাদ এবং পরিবেশবাদীদের আন্দোলনের মুখে সরকার কয়েকমাস আগে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল করে৷ কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল করেনি সরকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের আজ সংসদে জানিয়েছেন, ৪টি জায়গায় এই বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে৷ আর এই বিমানবন্দর নির্মাণ করা হবে সরকারি এবং বেসরকারী যৌথ উদ্যোগে৷
তিনি জানান, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে স্থান নির্ধারণ করা হয়েছে৷ এর মধ্য থেকেই একটি জায়গা চূড়ান্ত করা হবে৷
সংসদে প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বিরোধী দল বিএনপি নানা দাবিদাওয়ার অজুহাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে৷
বিমানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়াও পর্যটন শিল্পের উন্নতির জন্য মহাপরিকল্পনা নেয়া হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন