বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি
২৪ নভেম্বর ২০১২বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ জন খুনি এখনো বিভিন্ন দেশে পালিয়ে আছেন৷ এরা হলেন: মোসলেম উদ্দীন, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও আবদুল মাজেদ৷ আদালত থেকে বারবার বলা সত্ত্বেও আইনের কাছে নিজেদের সোপর্দ করেননি তারা৷ সে কারণে আইন অনুযায়ি তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে৷ কিন্তু আদৌ খুনিদের নামে কোন সম্পদ আছে কিনা, তা জানে না খোদ সরকারই৷
আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদও স্বীকার করলেন, খুনিদের সম্পত্তির কোন হিসাব সরকারের কাছে নেই৷ তবে আগামী এক মাসের মধ্যে এই হিসাব বের করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী৷ সম্পদের সঠিক হিসাব পেতে সাব রেজিষ্টার অফিস, বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে৷
সম্পদ বাজেয়াপ্ত করা হলেই খুনিরা ফিরে আসবেন, এমনটিও নিশ্চিত নয়৷ তবে তাদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো বেশী তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী৷ তিনি বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবারই বলছে, তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু তাদের আরো বেশী তৎপর হতে হবে৷ দূতাবাসগুলোকেও আরো বেশী সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ৷
আইনমন্ত্রী বলেন, খুনিদের উত্তরসুরিরা এদেশে বহাল তবিয়তেই আছে৷ খুনিদের সম্পর্কেও বিশদ তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে৷ তারপরও তারা যে সব দেশে পলায়ন করেছে, সে' দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই খুনিদের ফিরিয়ে আনতে হবে৷ যদিও আন্তর্জাতিক পুলিশী সংস্থা ইন্টারপোলের মাধ্যমে খুনিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করা আছে৷ তাই ইন্টারপোলকেও কাজে লাগানোর পরামর্শ তাঁর৷
সংশ্লিষ্টরা বলছেন, পালিয়ে থাকা খুনিদের অধিকাংশেরই অবস্থান জানে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো৷ তাই ওই সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে খুনিদের ফিরিয়ে আনা সম্ভব৷ তাদের মতে, খুনিদের ফিরিয়ে আনতে হলে কূটনৈতিক মিশনগুলোকে আরো বেশী তৎপর ও কার্যকর ভূমিকা রাখতে হবে৷