‘বডি স্ক্যানার’ ব্যবহার নিয়ে জার্মানিতে বিতর্ক
৩০ ডিসেম্বর ২০০৯তারই প্রেক্ষাপটে যাত্রীদের নিখুঁত তল্লাশির জন্য নতুন জাতের ‘বডি স্ক্যানার' ব্যবহারের বিষয়টি নিয়ে জার্মানিতে শুরু হয়েছে এক বিতর্ক৷
নাইন ইলেভেনের আট বছর পর কীভাবে একজন বিস্ফোরক সঙ্গে নিয়ে অচিহ্নিত অবস্থায় নাইজিরিয়ার ল্যাগসে বিমানে আসীন হল এবং তারপর আমস্টারডামের ব্যস্ত শিফল বিমান বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে চাপল, এই ধাঁধার উত্তর খুঁজে বের করতে প্রাণান্ত হচ্ছেন এখন নিরাপত্তা বিশেষজ্ঞরা৷ আর তারই মাঝে নতুন করে উপরে উঠে এসেছে বিমানযাত্রীদের পূর্ণ দেহ তল্লাশির স্ক্যানার ব্যবহারের বিষয়টি৷
ডাচ কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে আগামী তিন সপ্তাহের মধ্যেই আমস্টারডামের শিফল বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের যাত্রীদের তল্লাশির জন্য বডি স্ক্যানার বসাবে৷ স্বরাষ্ট্র মন্ত্রী গুসইয়ে টের হর্স্ট দ্য হেগ শহরে এই তথ্য দেন৷ বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার সুস্পষ্ট উন্নতি ঘটাতে আপাতত যত স্ক্যানার হাতে আছে তার সবগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের জন্যই ব্যবহৃত হবে৷ স্বয়ংক্রিয় পদ্ধতিতেই যাতে তল্লাশি সম্ভব হয় তার জন্য স্ক্যানারে নতুন এক সফটওয়ার বসানো হবে৷
এ ধরণের স্ক্যানার যাত্রীর পোশাকের নিচের নগ্ন দেহটিকে ধরতে সক্ষম৷ সে বুঝে নেবে শরীরের কোন অংশে কোন বিস্ফোরক বা কোন আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে কিনা৷ বিশেষ করে জার্মানিতে এই স্ক্যানার ব্যবহার সম্পর্কে কেউ কেউ আপত্তি জানাচ্ছেন এই কারণে যে এর ফলে ব্যক্তির একেবারে একান্ত কিছু গোপন রাখার অধিকার খর্ব হবে৷ অর্থাৎ তার কোন প্রাইভেসি থাকবে না৷
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রি - খ্রিস্টীয় গণতন্ত্রী দলের রাজনীতিক - টোমাস দে মেজিয়ের এই বডি স্ক্যানার বসানোর কিছু শর্ত দিয়েছেন৷ তিনি বলেছেন, এর ব্যবহার তিনি সমর্থন করবেন যদি যাত্রীদের ব্যক্তি অধিকার পুরোপুরি রক্ষিত থাকে এবং স্বাস্থ্যের ক্ষতি হবার কোন আশংকা না থাকে৷ এই শর্তাপেক্ষে আগামী বছর এ রকম বডি স্ক্যানার পেশ করা হবে বলে উল্লেখ করা হয়েছে৷ আইন ও বিচারমন্ত্রী - উদারপন্থি এফডিপি দলের রাজনীতিক - সাবিনে লয়েটহয়জার-শ্নারেনব্যার্গার অবশ্য এখনই এ ধরণের স্ক্যানার ব্যবহার সম্পর্কে সন্দেহ পোষণ করেন৷
জার্মানির তথ্যউপাত্ত সুরক্ষাকারীরা এবং বহু রাজনীতিক সমালোচনা করছেন এই বলে যে, এ ধরণের স্ক্যানার শুধু দেহের আকারই নয়, যৌনাঙ্গ, দেহে বসানো কৃত্রিম কোন অঙ্গ সবই এমনভাবে ধরা পড়বে যেন তল্লাশির আওতায় পড়া ব্যক্তিটি একেবারেই নগ্ন৷ স্বরাষ্ট্র মন্ত্রী দেমেজিয়ের অবশ্য একটি পত্রিকাকে জানিয়েচেন যে, এ মুহূর্তে এমন নতুন জাতের স্ক্যানার বের করা হচ্ছে যা যাত্রীর দেহের কাঠামোকে অস্পষ্ট রাখবে, কিন্তু বিপজ্জনক কিছু সাথে থাকলে তা শনাক্ত করে ফেলবে৷
প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: আব্দুস সাত্তার