1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বন্দুকযুদ্ধে' দুই রোহিঙ্গা নিহত

২৬ নভেম্বর ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই সন্দেহভাজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/43WD5
ফাইল ছবিছবি: DW

শুক্রবার ভোরে টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় এই গোলাগুলি হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‍্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান৷

গোলাগুলিতে টেকনাফ শরণার্থী শিবিরের কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙুল কাটা শফিক নিহত হয়েছেন৷

র‌্যাব কর্মকর্তা খাইরুল বলেন, ‘‘সকালে ডাকাত ও মাদক কারবারিদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হলে ওই দুই রোহিঙ্গা নিহত হন৷ তারা এলাকার চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি৷”

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি পিস্তল, একটি বন্দুক, একটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছে র‌্যাব৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য