1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধ হোক পারিবারিক নির্যাতন

২৬ আগস্ট ২০১৯

সমাজের বিভিন্ন ক্ষেত্রে আর দশজনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে অবদান রেখে চলেছে নারী৷ কিন্তু নিজ ঘরে এখনও নিগৃহীত তাঁরা৷ ঘরের ভেতর কিভাবে একজন নারী দুমড়ে মুচড়ে যায়, তা নিয়ে একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3OV89
গৃহ নির্যাতনের প্রতীকী ছবিছবি: picture-alliance/empics/D. Lipinski

বেদনা জাগানিয়া এই ভিডিওটি মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক জেনান মুসা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন৷ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কী শক্তিশালী ক্লিপ!'' ভিডিওটি নেটিজেনদের হৃদয় ভেঙে দিয়েছে৷ বিয়ের পর পারিবারিক সহিংসতার শিকার হয়ে একজন নারীর পরিণতি উঠে এসেছে এই ভিডিওতে৷

শুরুতে ফুল আর ভালোবাসা পেয়ে একজন নারী কতোটা খুশি হয়, তা ফুটিয়ে তোলা হয়৷ আর যখনই সংসার জীবন শুরু হয়, তখন থেকেই শুরু হয় নির্যাতন৷ আঘাতের চিহ্ন লুকাতে একজন নারীকে নিতে হয় মেকাপের আশ্রয়৷ এসব হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়ে পারিবারিক সহিংসতা বিষয়টি ফুটিয়ে তুলেন অভিনেত্রী৷

ভিডিওটি অনলাইনে আসার পর থেকে, আরো একবার পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে মানুষ৷ এসবের জন্য প্রচলিত সমাজ ব্যবস্থাকে দায়ি করেছেন অনেকেই৷ ২৪ আগস্ট শেয়ার করার পর এখন পর্যন্ত নয় লাখ ১১ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷

টিএম/কেএম (ইন্ডিয়া টুডে)