বরফের নীচে স্পেন
গত সপ্তাহে স্পেনের উপর দিয়ে বয়ে গিয়েছে তুষার ঝড় ফিলোমেনা। যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। উত্তরে বরফ। দক্ষিণে বন্যা।
মাদ্রিদের ছবি
মাদ্রিদের একটি হাসপাতালের বাইরে এভাবেই বরফ জমে গিয়েছে রাস্তায়। হাসপাতালের দরজা খুলতে সাধারণ মানুষ হাত লাগিয়েছেন বরফ পরিষ্কারে।
মাদ্রিদ সিটি সেন্টার
মাদ্রিদের কেন্দ্রে সিটি সেন্টারের ছবি এখন এমন। বরফে ঢেকে রয়েছে চারদিক।
গৃহহীনদের অবস্থা
তুষার ঝড়ের পরে অন্তত দুইজন গৃহহীনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েক ফুট বরফ রাস্তায়। তারই মধ্যে এভাবে মাথার গোঁজার জায়গা খুঁজে নিয়েছেন এক ফুটপাথবাসী।
শহরে স্কি
কোনো স্কি রিসর্টের ছবি নয়, এটাই এখন মাদ্রিদ। গাড়ি চালানো যাচ্ছে না। সাধারণ মানুষ স্কি করছেন শহরের রাজপথে।
রাস্তায় বন্দি
তুষার ঝড়ের পর প্রায় ১৫০০ মানুষ রাস্তায় আটকে পড়েছিলেন। তাঁদের রাস্তায় আটকে গিয়েছিল। প্রায় দুই দিন ধরে তাঁদের সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বরফের স্তূপ
ফিলোমেনার প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত তুষারপাত হয়েছিল। এখনো সে সমস্ত জায়গার অবস্থা এরকম। বিশেষ যন্ত্রের সাহায্যে বরফ পরিষ্কার করতে হচ্ছে।
রেললাইনের ছবি
মাদ্রিদ থেকে বুরগোজ যাওয়ার রেললাইনের ছবি। পুরু বরফের তলায় হারিয়ে গিয়েছে লাইন।
ভেঙেছে গাছ
শুধু তুষারপাতই নয়, ঝড়ে প্রচুর গাছ ভেঙে গিয়েছে মাদ্রিদ শহরে। এখনো সমস্ত গাছ কেটে সরিয়ে দেওয়া যায়নি।
স্থগিত ফুটবল
স্পেনে এখন লা লিগার খেলা চলছে। তুষারপাতের পরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় খেলা। পরে যুদ্ধকালীন তৎপরতায় এভাবেই মাঠের বরফ পরিষ্কার করা হয়।
বরফ নিয়ে খেলা
তুষারপাতের পর গোটা স্পেন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। প্রশাসন চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক করতে। তারই মধ্যে বরফ নিয়ে খেলছে ছোটরা।