বর্ণবাদী আচরণ করায় তিন স্প্যানিশ ফুটবল সমর্থকের কারাদণ্ড
১১ জুন ২০২৪স্পেনের পূর্বাঞ্চলের শহর ভ্যালেন্সিয়ার একটি আদালত এই রায় দিয়েছে৷ তিন সমর্থকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অপরাধ খুঁজে পেয়েছে আদালত৷
রায়ের পর এক্স-এ ভিনিসিউস লিখেছেন, ‘‘স্পেনের ইতিহাসের প্রথম এমন অপরাধের শাস্তি শুধু আমার জন্য (ন্যায়বিচার) নয়, সব কৃষ্ণাঙ্গের জন্য৷''
পর্তুগিজ ভাষায় তিনি আরো লেখেন, ‘‘কিন্তু বরাবর আমি যা বলেছি, আমি বর্ণবাদের শিকার নই৷ আমি বর্ণবাদীদের ধ্বংসকারী৷ অন্য বর্ণবাদীরা ভয় পাক, লজ্জিত হোক এবং অন্ধকারে হারিয়ে যাক৷ অন্যথা,আমি ঋণ শোধ নেয়ার জন্য প্রস্তুত থাকবো৷''
স্পেনে সাধারণত দুই বছরের কম জেল হলে তা মওকুফ পাওয়া যায়৷ তবে তিন অপরাধীকে এর বাইরেও দুই বছরের জন্য সব স্প্যানিশ স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং মামলার সব খরচ পরিশোধ করতে বলা হয়েছে৷
এর আগেও এমন অপরাধ করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷
সমর্থকদের অপরাধ কী?
২০২৩ সালের ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্টালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়া ও রেয়াল মাদ্রিদের ম্যাচ অনুষ্ঠিত হয়৷ লা লিগার ম্যাচটিতে ঐ তিন সমর্থক ২৩ বছর বয়সি ভিনিসিউসের দিকে নানারকমের অপমানজনক ও বর্ণবাদমূলক অঙ্গভঙ্গি করে তাকে অপদস্ত করার চেষ্টা করেন৷
তিন ব্যক্তিকে আটক করা হয়৷ কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ থাকে৷ পরে ঘটনা নিয়ে স্পেনজুড়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষ এবং ভিনিসিউসের প্রতি সমবেদনা জানানো হয়৷
স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আক্রমণের শিকার এই প্রথম নয়৷ এর আগেও অনেক ঘটনা ঘটেছে৷ এমনকি এই ঘটনার পরও ভিনিসিউসকে নানাভাবে আক্রমণ করা হয়েছে৷ অনেকে বলেছেন, ভিনিসিউসের ‘আচরণও‘ ঠিক ছিল না৷
মামলার বিবাদী তিন ব্যক্তি ভুল শিকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মেনে নিয়েছেন৷ একটি চিঠিতে তারা ভিনিসিউস, রেয়াল মাদ্রিদ ও যে কেউ এই ঘটনায় আঘাত পেলে তাদের কাছে ক্ষমা চেয়েছেন৷
জেডএ/এসিবি (ডিপিএ, এপি)