বর্তমানে সৌর বিদ্যুৎ উৎপাদন হয় মাত্র ২০ মেগাওয়াট
২০ অক্টোবর ২০১০আশা করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে৷ নবায়নযোগ্য জ্বালানির ৮১ শতাংশই আসে সৌর বিদ্যুৎ থেকে৷ এরমধ্যে দেশে উৎপাদিত সৌর প্যানেল থেকে পাওয়া যায় ৫ মেগাওয়াট আর আমদানি করা সৌর প্যানেল থেকে পাওয়া যায় ১৫ মেগাওয়াট৷ এই ২০ মেগাওয়াট বিদ্যুৎ মোট বিদ্যুৎ উৎপাদনের ০.৬ ভাগ৷ তাই রূপকল্প ২০২০ এর লক্ষ্য অর্জনের বাস্তবতা এখনো তৈরি হয়নি৷ সোলার এনার্জি এসোসিয়েশনের প্রধান দিপাল সি বড়ুয়া বলেন, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে আরো ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব৷ তবে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে ৫০ হাজার সোলার প্যানেল বসাতে হবে৷
কিন্তু এতটা আশাবাদী নন বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের এনার্জি ষ্টাডিজ বিভাগের প্রধান ড. আশরাফুল ইসলাম৷ তিনি বলেন, মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ ভাগ সৌর বিদ্যুৎ থেকে পাওয়া সম্ভব নয়৷ হয়তো ৫ ভাগ পাওয়া যেতে পারে৷
উদ্যোক্তারা জানান, সৌর বিদ্যুৎ প্যানেল আমদানি করমুক্ত হলেও উপকরণ আমদানি করমুক্ত নয়৷ ইলেকট্রো সোলারের কর্ণধার আনসারউদ্দিন উপকরণ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের আবেদন জানান৷
দেশীয় উৎপাদকদের কাছ থেকে সৌর বিদ্যুৎ কিনতে লাগে প্রতি মেগাওয়াট ১৫০ টাকা ৷ আর আমদানিকারকরা নানা প্রকল্পের মাধ্যমে প্রতি মেগাওয়াট বিক্রি করেন ২০০ টাকায়৷
দিপাল সি বড়ুয়া জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব থেকে ভর্তুকি মূল্যে সৌর প্যানেল এবং উপকরণ আমদানির ব্যবস্থা করতে হবে৷ তাহলে কেরাসিন মূল্যে সৌরবিদ্যুৎ দেয়া সম্ভব৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক