বলিউড ও মাজার
২৪ জুলাই ২০১২ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়নুল আবেদিন আলি খান মাজারের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে বলিউড তারকাদের প্রতি৷ তিনি বলেন, অনেক চলচ্চিত্র তারকা এই মাজারে তাদের ছবির সিডি নয়তো ডিভিডি নিয়ে আসেন৷ তারপর সেই ছবির ব্যবসায়িক সাফল্য কামনা করে প্রার্থনা করেন৷ অথচ বেশিরভাগ ছবিগুলো অশ্লীলতায় ভরা৷
এইভাবে ছবির জন্য আজমির শরিফে আসা এবং একে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা পুরোপুরি ইসলাম বিরুদ্ধ, বলে মত দেন জয়নুল আবেদিন আলি খান৷ মানুষ এই জায়গাতে আসে তাদের ধর্মীয় উদ্দেশ্য নিয়ে, অথচ বলিউডের নামজাদা সব তারকা এখানে আসছেন তাদের ব্যবসা বাড়াতে৷ স্বাভাবিকভাবেই এজন্য তাদের তীব্র সমালোচনা করেন আজমির শরিফের প্রধান৷
ভারতের রাজস্থানে বিখ্যাত পীর মইনুদ্দিন চিশতির মাজার এই আজমির শরিফ৷ মুসলমান তো বটেই, এমনকি হিন্দুদেরও অন্যতম তীর্থস্থান এই মাজার৷ আর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো বলিউড তারকারাও ইদানিং এখানে এসে ঢু মারছেন৷ দিন কয়েক আগে এখানে ঘুরে গিয়েছেন ক্যাটরিনা কাইফ আর কারিনা কাপুর৷ জয়নুল আবদিন আলি খান কারও নাম না বললেও জানিয়েছেন স্কার্ট পরেই এক তারকা মাজার শরিফে ঢুকে গিয়েছিলেন৷ মাজারের এই অবমাননায় ভীষণ খেপেছেন তিনি৷ বলেছেন, এভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা খুবই আপত্তিকর৷
আরআই / ডিজি (এএফপি)