1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডকে হাতিয়ার করে চীন জয় করতে চায় ভারত

৫ জানুয়ারি ২০১২

রাজনৈতিক মঞ্চে যতই রেষারেষি থাকুক না কেন, জ্যাকি চ্যান ও আমির খান এখন একে অপরের দেশে বেশ পরিচিত হয়ে উঠেছেন৷ এবার চীনের বাজার দখল করার উদ্যোগ নিচ্ছে ভারত৷

https://p.dw.com/p/13eaN
Bollywood actor Aamir Khan, flanked by co actors Sharman Joshi, left and R. Madhavan, right, talks to the media during the preview of a song from his forthcoming movie "3 Idiots" in Mumbai, India, Thursday, Nov. 5, 2009.(AP Photo/Rafiq Maqbool)
‘থ্রি ইডিয়েটস’ ছবির তিন অভিনেতা (বাঁ থেকে) শর্মন যোশি, আমির খান এবং আর. মাধবনছবি: AP

দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক না কেন, খেলাধুলা বা মনোরঞ্জনের মতো হাতিয়ার তা প্রায়ই দূর করতে পারে৷ ইংরাজি ভাষায় আজকাল যাকে ‘সফট পাওয়ার' বলা হয়৷ ভারত-পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেট প্রায়ই এই কাজ করে থাকে৷ এবার ভারত চীনের উপর এভাবে ‘কব্জা' করতে চায়৷ তবে ক্রিকেট নয়, হাতিয়ার বলিউড৷ আমির খানের ‘থ্রি ইডিয়েটস' ছবিটি সম্প্রতি চীনে যে সাফল্য পেয়েছে, তার ফলে ভারত নড়েচড়ে বসেছে৷ গত অক্টোবর মাসে মুক্তি পাওয়ার পর প্রায় ২৯ লক্ষ ডলারের ব্যবসা করেছে এই ছবি৷ পরিচালক বিধু বিনোদ চোপড়া মনে করেন, চীনেও ছাত্রছাত্রীদের বেশ চাপের মুখে থাকতে হয়৷ ফলে ভারতে তৈরি এই ছবিটি তাদের মনে ধরেছে৷ তাছাড়া সামগ্রিকভাবে ভারতীয় ছবির প্রতি আগ্রহও বাড়ছে৷ শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান' ছবিটিও চীনে প্রশংসা কুড়িয়েছে৷ এই মুহূর্তে চোপড়া ‘ফেরারি কি সওয়ারি' নামের একটি ছবি তৈরি করছেন৷ এপ্রিল মাসে সেটি মুক্তি পাওয়ার কথা৷ চীনে এরই মধ্যে ছবিটি সম্পর্কে আগ্রহ দেখা যাচ্ছে৷

India's Bollywood actress Deepika Padukone arrives for the European Premiere of 'Chandni Chowk to China' at a central London cinema, Monday, Jan. 12, 2009. (AP Photo/Joel Ryan)
‘চাঁদনি চক টু চায়না’ ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনছবি: AP

চীনে ভারতীয় ছবির জনপ্রিয়তা মোটেই নতুন কোনো ঘটনা নয়৷ গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকে রাজ কাপুর সহ অনেকের ছবিই চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল৷ কিন্তু তিব্বত, সীমান্ত যুদ্ধ ইত্যাদি নানা কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির ফলে সাংস্কৃতিক আদান-প্রদানের পথও প্রায় বন্ধ হয়ে যায়৷ ২০০৯ সালে যৌথ উদ্যোগে ‘চাঁদনি চক টু চায়না' ছবিটি তৈরি হয়৷ চীনের তারকা জ্যাকি চ্যান ও ভারতের নায়িকা মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন৷ তবে বলিউড সম্প্রতি পশ্চিমা বিশ্বের বাজারে জায়গা করে নিতে ব্যস্ত৷ চীন সহ এশিয়ার বাজারের প্রতি এখনো তেমন আগ্রহ দেখা যাচ্ছে না৷ চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, এবার সেই পরিস্থিতি বদলে যেতে চলেছে৷ ১০০ কোটিরও বেশি জনসংখ্যার দেশের বাজার সম্পর্কে কি উদাসীন থাকা যায়!

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য