বসনিয়ায় জাতিসংঘের অভিবাসী শিবির ভাঙলো সরকার
১ অক্টোবর ২০২০বসনিয়ার উত্তর পশ্চিমে জাতিসংঘের শিবির থেকেই উচ্ছেদ করা হলো অভিবাসীদের। কয়েকশ অভিবাসীকে নিয়ে চলে যাওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলে। জাতিসংঘের ওই শিবির বন্ধ করে দেয়া হয়েছে।
ওই শিবিরে মূলত অল্পবয়সীরা থাকতেন। তাঁদের যে শিবিরে পাঠিয়ে দেয়া হয়েছে সেটা অনেক দূরে। সেখানে সুযোগ সুবিধা নেই। শীত আসছে। শীতের জন্য উপযুক্ত ব্যবস্থাও নেই সেখানে। আর সেই শিবিরে এমনিতেই প্রচুর অভিবাসী আছেন। তাঁরাই গাদাগাদি করে থাকেন।
জাতিসংঘের অভিবাসন এজেন্সি অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তরফ থেকে এক আধিকারিক টুইট করে জানিয়েছেন,'' ৩৫০ জন অভিবাসীকে জোর করে বিরা থেকে লিপার শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। লিপার শিবির এমনিতেই ভর্তি।''
তিনি টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে লিপার শিবিরের করুণ অবস্থা। ওই আধিকারিকের মতে, বেশ কিছু অভিবাসী ক্রোয়েশিয়া সীমান্তের শহর বিহাচের দিকে হাঁটতে শুরু করেছেন। লিপি থেকে এই শহরের দূরত্ব ২০ কিলোমিটার।
সংবাদসংস্থা এএফপি-কে জাতিসংঘের আধিকারিক জানিয়েছেন, লিপি-র শিবির শীঘ্রই বন্ধ করে দিতে হবে। কারণ, এটা গরমের সময়ের শিবির। শীতে লিপিতে অভিবাসীদের শিবির চালানো সম্ভব নয়।
বসনিয়ার কর্তৃপক্ষের দাবি, তাঁরা একেবারে ঠিক কাজ করেছেন। কারণ, লিপিতেই অভিবাসীদের ভালো সুযোগ-সুবিধা দেয়া যাবে। স্থানীয় এক সরকারি আধিকারিকের দাবি, লিপাতে প্রচুর জায়গা আছে। সেখানে দুই-তিন হাজার অভিবাসীকে অনায়াসে রাখা সম্ভব। দরকার হলে সরকার যাবতীয় সাহায্য দেবে।
অভিবাসীদের সুব্যবস্থার জন্য ইইউ বসনিয়াকে ৬ কোটি ডলার দিয়েছে।
আদিত্য শর্মা/জিএইচ/এসজি