বস্তি থেকে বাগান
৫ অক্টোবর ২০১৬বস্কে কালদেরন তেহাদা হল বোগোটার পূর্ব প্রান্তে একটি ছোট্ট বস্তি৷ তবে জায়গাটার বিশেষ সুনাম নেই৷ এখন কিন্তু এখানে সম্পূর্ণ নতুন একটি দৃশ্য চোখে পড়বে! এমন একটা নালা, যেখানে পরিষ্কার জল বইছে, কোনো আবর্জনা পড়ে নেই, প্রকৃতি এখানে দম ফেলার সুযোগ পায়৷ ভাবছেন এতে আশ্চর্য কী? তাহলে জানতে হবে, জায়গাটা আগে কেমন দেখতে ছিল!
সোফিয়া লোপেস এখানেই বড় হয়েছেন কিনা৷ সোফিয়া জানালেন, ‘‘এটা ছিল একটা ময়লা ফেলার জায়গা৷ চারিদিকে পুরনো টায়ার, বাড়ির কুড়ো, প্লাস্টিক, যা কিছু আর কোনো কাজে লাগবে না – এমনকি মানুষের লাশ পর্যন্ত! এটা যে শুধু একটা জঘন্য জায়গা ছিল, শুধু তাই নয়, এখানে সর্বক্ষণ খুনোখুনি চলত!''
এখন যেখানে সুন্দর প্রকৃতি, আগে সেখানে ছিল অপরাধমূলক কাজকর্ম আর আবর্জনা৷ কিছুদিন আগে পর্যন্ত পাহাড়ের ওপরের বস্তিগুলো বোগোটার অন্যান্য সমস্যাকর এলাকার মতোই ছিল৷ মানুষের কাজকর্ম ছিল না, ভবিষ্যতের আশাও না৷ তার বদলে ছিল ড্রাগস আর গুণ্ডাবাজি৷
টন টন ময়লা সরাতে হয়েছে
কনজারভেশন ইন্টারন্যাশনাল একটি পরিবেশ প্রকল্পের মাধ্যমে পরিস্থিতি বদলাতে চেয়েছিল৷ সমাজবিজ্ঞানী অক্টাভিও রডরিগেস এই প্রকৃতি সংরক্ষণ সংগঠনের সদস্য৷ তিনি, সোফিয়া লোপেজ ও আরো অনেকের অক্লান্ত পরিশ্রমেই অসম্ভব সম্ভব হয়েছে৷ ৫৩ ঘনমিটার আবর্জনা সরানো হয়েছে৷ সাড়ে আট হাজার গাছ বসানো হয়েছে, যেগুলি দিয়েছে বোটানিক্যাল গার্ডেন৷
কিন্তু এখানে যারা থাকেন, সেই বাসিন্দাদের বাদ দিলে সব কিছু বৃথা হতো৷ যেমন এই লোকগুলি, যাদের অনেকে আবার দাগী আসামি৷ এডউইন টাপাস্কো পারা মাদক পাচারের দায়ে ছ'বছর জেলে ছিলেন৷ এখন তিনি অন্যান্যদের সাথে মিলে খেয়াল রাখেন, যাতে নালাটা পরিষ্কার থাকে৷ তারা ঘাস ছাঁটেন, গাছ লাগান৷ বাকি দিনগুলোয় তারা গাছপালা আর পরিবেশ সম্পর্কে শেখেন৷ এজন্য তারা কিছু পারিশ্রমিকও পান৷ সকলেরই দায়িত্ব আছে৷ এডউইন সাত সন্তানের জনক৷ এডউইন বলেন, ‘‘কেউ কেউ বাসে কিংবা ট্রেনে ভিক্ষে করে দিন চালায়... আবার কেউ কেউ অতো কষ্ট করতে চায় না, সোজা বন্দুক হাতে ডাকাতি করে৷ এই প্রকল্প আমাদের সে সব থেকে সরিয়ে রাখে, খুবই সাহায্য করে৷ আমাদের মধ্যে অধিকাংশ আগে অকাজ করেছে, গোল বাঁধিয়েছে৷ বুঝলেন তো?''
ইতিমধ্যে টুরিস্টরাও নাকি এই নালা ও তার পারিপার্শ্বিক দেখতে আসতে শুরু করেছে৷ যেমন পাখিরাও এক টুকরো সবুজ প্রকৃতি আর পানির লোভে এখানে আসে৷
মিশায়েল ভেৎসেল/এসি
দেবারতি গুহ